Ajker Patrika

রোকেয়া বিশ্ববিদ্যালয়: শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, ফল জালিয়াতির অভিযোগ

রংপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন ও ফল জালিয়াতির অভিযোগ উঠেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. রশীদুল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁদের কুশপুত্তলিকায় জুতাপেটা করেছেন। বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া সড়কে আজ সোমবার দুপুরে অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে এ প্রতিবাদের আয়োজন করা হয়।

এ বিষয়ে বেরোবির শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, রেজাল্ট টেম্পারিংসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। কিন্তু এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা বলব, অবিলম্বে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নিপীড়ন বন্ধে বিশেষ সেল গঠন করতে হবে।’ আরেক শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘আমাদের দাবি একটাই, অপকর্মের সঙ্গে যেসব শিক্ষক জড়িত, তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এর আগে ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তানজিউল ইসলাম জীবন এবং ওই বিভাগের এক ছাত্রীর কথোপকথনের অডিও ক্লিপ ফাঁস হয়। এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. তানজিউল ইসলাম জীবনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ওইটা নিয়ে কাজ চলছে। দু-এক দিনের মধ্যে আপনারা সব জানতে পারবেন।’ এটুকু বলে তিনি কল কেটে দেন।

এ ছাড়াও ১৯ এপ্রিল পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রারির অভিযোগ ওঠে। তাঁর সঙ্গে মেসেঞ্জারে এক ছাত্রীর কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়। ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শিক্ষক রশীদুল ইসলাম তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতেন।

এ বিষয়ে অধ্যাপক ড. রশীদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, ‘পরিসংখ্যান বিভাগ থেকে পরীক্ষার ফল টেম্পারিংয়ের অভিযোগ এসেছে। এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি।’ যৌন নিপীড়নের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত