Ajker Patrika

আ.লীগের কার্যালয় থেকে ‘জুলাই যোদ্ধার’ সেই ব্যানার অপসারণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৫, ১৯: ০০
ঠাকুরগাঁওয়ে আ.লীগের কার্যালয় থেকে ‘জুলাই যোদ্ধার’ ব্যানার অপসারণ। ছবি: আজকের পত্রিকা
ঠাকুরগাঁওয়ে আ.লীগের কার্যালয় থেকে ‘জুলাই যোদ্ধার’ ব্যানার অপসারণ। ছবি: আজকের পত্রিকা

আগুনে পুড়ে যাওয়া ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের কার্যালয় দখল করে ‘জুলাই যোদ্ধা’র টানানো ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে আজ বৃহস্পতিবার সকালে তা খুলে ফেলা হয়।

অনেকে এটিকে নতুন প্রজন্মের সামাজিক উদ্যোগ বললেও কেউ কেউ একে ‘প্রতীকী দখলদারত্ব’ হিসেবে দেখছেন। বিতর্কের মুখে ব্যানার সরিয়ে নিলেও পুরো বিষয়টি নিয়ে আলোচনা এখনো তুঙ্গে।

এর আগে গতকাল বুধবার দুপুরে সংগঠনের আহ্বায়ক পরিচয়ে রায়হান অপুর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তালা ভেঙে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। ভবনের একটি কক্ষে নিজেদের অফিস ও আরেকটি কক্ষে জিমনেসিয়াম করার ঘোষণাও দেন তাঁরা। মুহূর্তে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জানতে চাইলে মো. রায়হান অপু আজকের পত্রিকাকে জানান, আপাতত সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয়েছে এবং শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের অবস্থান পরিষ্কার করা হবে। তিনি আরও বলেন, এখানে কোনো দখলদারত্ব নেই, এটি একটি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ।

এরই মধ্যে অপু তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে কার্যালয়টিকে যুব ক্লাব ও ব্যায়ামাগারে রূপান্তরের কথা জানান। তিনি লেখেন, ‘বরাদ্দ পাওয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জুলাই যোদ্ধাদের জন্য নির্ধারিত স্থান অনুমোদন হলেই তারা বর্তমান স্থান ছেড়ে দেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের যে গ্রামে রয়েছে নবীদের কবর

বিয়ের আগের রাতে গলায় ফাঁস দিলেন বর, দশমিনায় উৎসবের বাড়িতে শোকের ছায়া

রাজধানীর মিরপুরে যাত্রী নামিয়ে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

দ্বিরাষ্ট্রীয় সমাধানের শর্তেই কেবল ট্রাম্পের গাজা প্রস্তাব মানতে প্রস্তুত রাশিয়া: পুতিন

মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত