Ajker Patrika

প্রক্টর-পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী বাধার মুখে বেরোবির কোটা সংস্কার আন্দোলনকারীরা

রংপুর প্রতিনিধি
প্রক্টর-পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী বাধার মুখে বেরোবির কোটা সংস্কার আন্দোলনকারীরা

প্রক্টর-পুলিশ-ছাত্রলীগের বাধার মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। কোটা সংস্কারের আন্দোলনের মিছিল বের করার সময় শিক্ষার্থী ও ছাত্রলীগের হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার সময় ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা করে। আমাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এর আগে আমাদের প্রক্টরিয়াল বডি ও শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামিম আন্দোলন না করার নির্দেশ দেন।’

প্রক্টর-পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী বাধার মুখে বেরোবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাএই বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, ‘আমরা তাঁদের সঙ্গে আগে কথা বলেছি, এটি আদালতের বিষয়। এখানে নির্বাহী বিভাগের কাছে কিছু নেই। আন্দোলনকারীরা যে হাতাহাতির কথা বলেছেন, সেটি প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলার সময় অতর্কিতভাবে হয়েছে।’ 

প্রক্টর-পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী বাধার মুখে বেরোবি শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকাএই বিষয়ে প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ‘এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘এটি আদালতের বিচারাধীন। সরকার শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছেন। তাঁরা যাতে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ তৈরি না করে, সেটার জন্য আমরা অবস্থান নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত