দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার মাসে বন্ধ করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ সময় ২৫ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ও মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
জানা গেছে, গত মে মাসে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেই অভিযানে সারা দেশে ১ হাজার ৬৪১টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় লাইসেন্সধারী হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। গত মে মাসে অভিযান পরিচালনার পর থেকে ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৬০টি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি হাসপাতাল ও ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এ সময় লাইসেন্স ছাড়াই নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। লাইসেন্সসহ মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ৪০ হাজার টাকা। উপজেলায় স্থাপিত হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ২৫ হাজার টাকা। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিতের ফি ১৫ হাজার টাকা। গত মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া অভিযান পরিচালনা করে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলায়ও আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযানকালে লক্ষাধিক টাকা জরিমানাসহ ২২টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’
দিনাজপুরে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত চার মাসে বন্ধ করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ সময় ২৫ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে। একই সঙ্গে নিবন্ধন ও মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
জানা গেছে, গত মে মাসে সারা দেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। সেই অভিযানে সারা দেশে ১ হাজার ৬৪১টি হাসপাতাল বন্ধ করা হয়েছে। এতে রাজস্ব আদায় হয়েছে ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় লাইসেন্সধারী হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। গত মে মাসে অভিযান পরিচালনার পর থেকে ৩৩টি হাসপাতাল ও ক্লিনিক এবং ৬০টি ডায়াগনস্টিক সেন্টার তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্য থেকে দুটি হাসপাতাল ও ক্লিনিক এবং তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এ সময় লাইসেন্স ছাড়াই নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। লাইসেন্সসহ মানোন্নয়নে আরও ২২টি প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়েছে।
কার্যালয় সূত্রে আরও জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ৪০ হাজার টাকা। উপজেলায় স্থাপিত হাসপাতাল ও ক্লিনিকের লাইসেন্স ফি ২৫ হাজার টাকা। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিতের ফি ১৫ হাজার টাকা। গত মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের লাইসেন্স গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
মে মাসে শুরু হওয়া অভিযানের পর থেকে লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স গ্রহণে সরকারের রাজস্ব আয় হয়েছে ২৫ লাখ টাকারও বেশি। এ ছাড়া অভিযান পরিচালনা করে জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।
এ বিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুর জেলায়ও আমাদের অভিযান অব্যাহত আছে। অভিযানকালে লক্ষাধিক টাকা জরিমানাসহ ২২টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (৯ মে) দিনভর অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেভিডিওতে তরুণীকে বলতে শোনা যায়, ‘প্রত্যেক মানুষরে কইছি। কইতে কইতে ক্লান্ত হইয়া গেছি। কিন্তু কেউ একবারের জন্যও আমাকে হেল্প করতে আসে নাই। ধর্ষণের শাস্তি তো মৃত্যুই হয়। এইটাও ভুইলা গেছিলি। এখন আমারে সবাই খারাপ বলবে। পুরো দুনিয়া আমাকে খারাপ বলবে। কিন্তু কেয়ার করি না।
১১ মিনিট আগেনওগাঁর রাণীনগরে সড়কে রশি দিয়ে পথ আটকে এক ব্যক্তির মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল কেড়ে নিয়ে গেছে ছিনতাইকারী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেনওগাঁর রাণীনগরে এবার এক হতদরিদ্র বৃদ্ধের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিয়ালা গ্রামের বৃদ্ধ নাসির উদ্দীন মণ্ডলের গরু তিনটি চুরি হয়। এ ঘটনায় থানা–পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১ ঘণ্টা আগে