রংপুর প্রতিনিধি
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন তাঁরা।
ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন বেরোবির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় প্রচণ্ড ভোগান্তির। শিক্ষার্থীরা আলটিমেটাম দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি তাঁরা ঘোষণা দেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে উত্তরাঞ্চলজুড়ে অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাবেন।
শিক্ষার্থীদের দুই দফা দাবি হচ্ছে, উত্তরাঞ্চলে বাজেট বৈষম্য নিরসন উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র ও উত্তরবঙ্গের সার্বিক (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
বেরোবির শিক্ষার্থী মীম সরকার বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর কথা রাখছেন না। আমরা চাই, রংপুর বিভাগ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যেন একটি পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণ করা হয়। রংপুর যেন এগিয়ে যায় এবং বেরোবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।’
আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘রংপুর ১ নম্বর জেলা হবে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন। কিন্তু আমরা ৩০ নম্বর জেলায় আছি কি না, ঠিক নেই। রংপুর সিটি করপোরেশন এত অবহেলিত যে অন্য জেলা শহরের থেকেও অনেক পিছিয়ে। সিটি করপোরেশন হিসেবে যে বাজেট থাকা দরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হিসেবে যে বাজেট থাকা দরকার, রংপুরে তা নেই। আন্দোলনে জীবন দেওয়ার ক্ষেত্রে হিরো হলেও প্রকৃতপক্ষে বাজেটের ক্ষেত্রে আমরা জিরো।’
বেরোবির শিক্ষার্থী রহমত মণ্ডল বলেন, ‘উপদেষ্টারা রংপুর আসেন শুধু আশ্বাস নিয়ে। যমুনা সেতু পার হলে তা ভুলে যান। বাজেটের ক্ষেত্রে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। আমরা চাই ঢাকা, ঢাবির সিন্ডিকেট ভেঙে, রংপুর সিটি করোপরেশন, বেরোবিসহ উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর জন্য যেন বাজেট প্রণয়ন করা হয়। উত্তরাঞ্চলকে বাজেট বৈষম্যমুক্ত করার যে প্রধান পদক্ষেপ, সেটা অন্তর্বর্তী সরকারকে এখনই নিতে হবে। তা না হলে রংপুরের মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবার বাজেট বৈষম্যমুক্ত করার জন্যও লড়বে।’
শিক্ষার্থীরা ঘোষণা দেন, রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেত হয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন তাঁরা।
ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন বেরোবির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় প্রচণ্ড ভোগান্তির। শিক্ষার্থীরা আলটিমেটাম দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি তাঁরা ঘোষণা দেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে উত্তরাঞ্চলজুড়ে অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাবেন।
শিক্ষার্থীদের দুই দফা দাবি হচ্ছে, উত্তরাঞ্চলে বাজেট বৈষম্য নিরসন উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র ও উত্তরবঙ্গের সার্বিক (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।
বেরোবির শিক্ষার্থী মীম সরকার বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর কথা রাখছেন না। আমরা চাই, রংপুর বিভাগ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যেন একটি পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণ করা হয়। রংপুর যেন এগিয়ে যায় এবং বেরোবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।’
আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘রংপুর ১ নম্বর জেলা হবে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন। কিন্তু আমরা ৩০ নম্বর জেলায় আছি কি না, ঠিক নেই। রংপুর সিটি করপোরেশন এত অবহেলিত যে অন্য জেলা শহরের থেকেও অনেক পিছিয়ে। সিটি করপোরেশন হিসেবে যে বাজেট থাকা দরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হিসেবে যে বাজেট থাকা দরকার, রংপুরে তা নেই। আন্দোলনে জীবন দেওয়ার ক্ষেত্রে হিরো হলেও প্রকৃতপক্ষে বাজেটের ক্ষেত্রে আমরা জিরো।’
বেরোবির শিক্ষার্থী রহমত মণ্ডল বলেন, ‘উপদেষ্টারা রংপুর আসেন শুধু আশ্বাস নিয়ে। যমুনা সেতু পার হলে তা ভুলে যান। বাজেটের ক্ষেত্রে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। আমরা চাই ঢাকা, ঢাবির সিন্ডিকেট ভেঙে, রংপুর সিটি করোপরেশন, বেরোবিসহ উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর জন্য যেন বাজেট প্রণয়ন করা হয়। উত্তরাঞ্চলকে বাজেট বৈষম্যমুক্ত করার যে প্রধান পদক্ষেপ, সেটা অন্তর্বর্তী সরকারকে এখনই নিতে হবে। তা না হলে রংপুরের মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবার বাজেট বৈষম্যমুক্ত করার জন্যও লড়বে।’
শিক্ষার্থীরা ঘোষণা দেন, রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেত হয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
১ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
২ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
২ ঘণ্টা আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
২ ঘণ্টা আগে