Ajker Patrika

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে দিনাজপুরে সচেতনতামূলক শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে দিনাজপুরে সচেতনতামূলক শোভাযাত্রা

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে দিনাজপুরে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসনের আয়োজনে আজ বুধবার এসব কর্মসূচি পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে নিজ কার্যালয়ের সামনে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসলাম উদ্দীন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন দিনাজপুরে সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরোজ উল্লাহ, ওষুধ ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম প্রমুখ।

এ সময় হাইকোর্টের আদেশ মোতাবেক রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি না করার নির্দেশনা মেনে চলার ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়। এমন বিক্রি শাস্তিযোগ্য অপরাধ বলে সভায় জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত