রংপুর প্রতিনিধি
রংপুর নগরীতে গড়ে ওঠা বস্তির ৬৭ ভাগ শিশু স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। পাঁচ বছরের নিচে যেসব শিশু রয়েছে তাদের অধিকাংশই অপুষ্টির শিকার। বিশেষ করে মেয়েশিশুরা। ব্যাপক জেন্ডার বৈষম্যের দেখা গেছে বস্তিতে।
আজ সোমবার রসিক মিলনায়তনে বাংলাদেশ নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা যাচাইয়ের ফলাফল অবহিতকরণ সভায় এসব তথ্য উঠে আসে।
সভায় জানানো হয়, রংপুর নগরীর বস্তি এলাকায় পাঁচ বছরের নিচের শিশুদের শারীরিক অবস্থা ভালো নেই। তাদের অধিকাংশ অপুষ্টির শিকার এবং বেশি ওজনের হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি অপুষ্টিতে ভুগছে। এ থেকে বোঝা যায় নগরীতে এখনো শিশুরা জেন্ডার বৈষম্যের শিকার হচ্ছে।
প্রকল্পটির মাধ্যমে ৩০০ জন অভিভাবকের ওপর শিশুর পুষ্টিকর খাবার প্রদানের বিষয়টি নিয়ে জরিপ করা করা হয়। জরিপে দেখা যায় বেশির ভাগ অভিভাবক এসব বিষয়ে জানেন না।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ সভায় জানান, চলতি বছরের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত ইউনিসেফের সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের নিয়ে জরিপ কার্যক্রম চালানো হয়। নগরীর বিভিন্ন বস্তি এলাকার ৪ হাজার ৪০৬ জন শিশুকে নিয়ে এই জরিপ কার্যক্রমে ৩৮ দশমিক ৬০ ভাগ শিশু অপুষ্টির শিকার, ২৮ দশমিক ৩৬ ভাগ শিশু ওজনে বেশি এবং ৩৩ দশমিক শূন্য ৪ ভাগ শিশু স্বাভাবিক শিশু হিসেবে চিহ্নিত হয়।
এ ছাড়া ৭২ জন মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু চিহ্নিত করা হয়েছে। এসব শিশুর সুস্থতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে সিটি করপোরেশন।
ডা. কামরুজ্জামান ইবনে তাজ বলেন, সিটি করপোরেশনের এই জরিপ থেকে প্রতীয়মান হয় যে নগরীর বস্তি এলাকায় পাঁচ বছরের নিচের শিশুদের শারীরিক অবস্থা ভালো নেই। তাদের অধিকাংশ অপুষ্টি কিংবা বেশি ওজনের হওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ছেলেদের তুলনায় মেয়েরা বেশি অপুষ্টিতে ভুগছে। এ থেকে বোঝা যায় নগরীতে এখনো শিশুরা জেন্ডার বৈষম্যের শিকার হচ্ছে।
সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য তথ্যবিদ ডা. পলাশ কুমার রায় বলেন, রংপুর নগরীর বস্তি এলাকার অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের শতকরা ৬৭ ভাগ শিশু স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অপুষ্টির সমস্যা। বস্তির শিশুদের মধ্যে বেশি ওজনের শিশুর সংখ্যাও উদ্বেগজনক।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতিমা, সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য তথ্যবিদ ডা. পলাশ কুমার রায়।
রংপুর নগরীতে গড়ে ওঠা বস্তির ৬৭ ভাগ শিশু স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। পাঁচ বছরের নিচে যেসব শিশু রয়েছে তাদের অধিকাংশই অপুষ্টির শিকার। বিশেষ করে মেয়েশিশুরা। ব্যাপক জেন্ডার বৈষম্যের দেখা গেছে বস্তিতে।
আজ সোমবার রসিক মিলনায়তনে বাংলাদেশ নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা যাচাইয়ের ফলাফল অবহিতকরণ সভায় এসব তথ্য উঠে আসে।
সভায় জানানো হয়, রংপুর নগরীর বস্তি এলাকায় পাঁচ বছরের নিচের শিশুদের শারীরিক অবস্থা ভালো নেই। তাদের অধিকাংশ অপুষ্টির শিকার এবং বেশি ওজনের হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় ছেলেদের তুলনায় মেয়েরা বেশি অপুষ্টিতে ভুগছে। এ থেকে বোঝা যায় নগরীতে এখনো শিশুরা জেন্ডার বৈষম্যের শিকার হচ্ছে।
প্রকল্পটির মাধ্যমে ৩০০ জন অভিভাবকের ওপর শিশুর পুষ্টিকর খাবার প্রদানের বিষয়টি নিয়ে জরিপ করা করা হয়। জরিপে দেখা যায় বেশির ভাগ অভিভাবক এসব বিষয়ে জানেন না।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ সভায় জানান, চলতি বছরের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত ইউনিসেফের সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশুদের নিয়ে জরিপ কার্যক্রম চালানো হয়। নগরীর বিভিন্ন বস্তি এলাকার ৪ হাজার ৪০৬ জন শিশুকে নিয়ে এই জরিপ কার্যক্রমে ৩৮ দশমিক ৬০ ভাগ শিশু অপুষ্টির শিকার, ২৮ দশমিক ৩৬ ভাগ শিশু ওজনে বেশি এবং ৩৩ দশমিক শূন্য ৪ ভাগ শিশু স্বাভাবিক শিশু হিসেবে চিহ্নিত হয়।
এ ছাড়া ৭২ জন মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশু চিহ্নিত করা হয়েছে। এসব শিশুর সুস্থতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে সিটি করপোরেশন।
ডা. কামরুজ্জামান ইবনে তাজ বলেন, সিটি করপোরেশনের এই জরিপ থেকে প্রতীয়মান হয় যে নগরীর বস্তি এলাকায় পাঁচ বছরের নিচের শিশুদের শারীরিক অবস্থা ভালো নেই। তাদের অধিকাংশ অপুষ্টি কিংবা বেশি ওজনের হওয়ায় স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এ ছাড়া ছেলেদের তুলনায় মেয়েরা বেশি অপুষ্টিতে ভুগছে। এ থেকে বোঝা যায় নগরীতে এখনো শিশুরা জেন্ডার বৈষম্যের শিকার হচ্ছে।
সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য তথ্যবিদ ডা. পলাশ কুমার রায় বলেন, রংপুর নগরীর বস্তি এলাকার অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের শতকরা ৬৭ ভাগ শিশু স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অপুষ্টির সমস্যা। বস্তির শিশুদের মধ্যে বেশি ওজনের শিশুর সংখ্যাও উদ্বেগজনক।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, সচিব উম্মে ফাতিমা, সেভ দ্য চিলড্রেনের জনস্বাস্থ্য তথ্যবিদ ডা. পলাশ কুমার রায়।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৮ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে