বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শরিফুল আলম সুমন (৩৫) নামের এক ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোজাফফর হোসেন (৬০) থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোজাফফর হোসেন ধান-চালের ব্যবসা করেন। বাড়ির পাশে তাঁর একটি চালকল রয়েছে। সেটা দেখাশোনার দায়িত্ব দেন ছেলে শরিফুল আলম সুমনকে। কিন্তু প্রায়ই ধান-চাল চুরি করে জুয়া খেলেন সুমন। তাতে ব্যবসায় ধস নামলে মোজাফফর নিজেই ব্যবসার নিয়ন্ত্রণ নেন।
মোজাফফর হোসেন অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল প্রথম দিকে ব্যবসা ভালোভাবেই পরিচালনা করে আসছিল। পরে মোবাইল জুয়ায় আসক্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে ধান-চাল বিক্রি করে সে জুয়া খেলা শুরু করে। জানতে পেরে কিছুদিন আগে ব্যবসা নিজ হাতে নিই। এরপর শরিফুল বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু প্রায়ই সে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। না পেয়ে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।’
তবে এ বিষয়ে শরিফুল ইসলাম সুমন দাবি করেন, ‘আমি মোবাইলে জুয়া খেলিনি। তবে মাঝেমধ্যে তাস খেলতাম। আর একটি মেয়ের নেশায় পড়েছিলাম। তাতে আমার কিছু ঋণ হয়ে যায়। এরপর এলাকায় সুদের ওপর টাকা নিয়ে পথে বসেছি। টাকা দাবি বা বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রংপুরের বদরগঞ্জে বাবাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শরিফুল আলম সুমন (৩৫) নামের এক ‘জুয়াড়ি’ যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মোজাফফর হোসেন (৬০) থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মোজাফফর হোসেন ধান-চালের ব্যবসা করেন। বাড়ির পাশে তাঁর একটি চালকল রয়েছে। সেটা দেখাশোনার দায়িত্ব দেন ছেলে শরিফুল আলম সুমনকে। কিন্তু প্রায়ই ধান-চাল চুরি করে জুয়া খেলেন সুমন। তাতে ব্যবসায় ধস নামলে মোজাফফর নিজেই ব্যবসার নিয়ন্ত্রণ নেন।
মোজাফফর হোসেন অভিযোগ করে আজকের পত্রিকাকে বলেন, ‘শরিফুল প্রথম দিকে ব্যবসা ভালোভাবেই পরিচালনা করে আসছিল। পরে মোবাইল জুয়ায় আসক্ত হয়ে পড়ে সে। একপর্যায়ে ধান-চাল বিক্রি করে সে জুয়া খেলা শুরু করে। জানতে পেরে কিছুদিন আগে ব্যবসা নিজ হাতে নিই। এরপর শরিফুল বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু প্রায়ই সে ব্যবসাপ্রতিষ্ঠানে এসে টাকা দাবি করে। না পেয়ে ক্ষুব্ধ হয়ে গত বৃহস্পতিবার সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি।’
তবে এ বিষয়ে শরিফুল ইসলাম সুমন দাবি করেন, ‘আমি মোবাইলে জুয়া খেলিনি। তবে মাঝেমধ্যে তাস খেলতাম। আর একটি মেয়ের নেশায় পড়েছিলাম। তাতে আমার কিছু ঋণ হয়ে যায়। এরপর এলাকায় সুদের ওপর টাকা নিয়ে পথে বসেছি। টাকা দাবি বা বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।’
এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের বিরুদ্ধে বাবার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৭ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয়।
২৭ মিনিট আগে