Ajker Patrika

পঞ্চগড়ে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ে আবারও কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দন্ডপাল ইউনিয়নের মাটিয়ার পাড়া কবরস্থান থেকে চারটি কবর থেকে কঙ্কাল ও হাড়গোড় চুরির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা বলছে—গতকাল রোববার গভীর রাতে কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কাল গুলো চুরি নিয়ে গেছে। 

আজ সোমবার সকালে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরস্থানের কয়েকটি কবরে মাটি ও বাঁশ এলোমেলো অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি তারা প্রতিবেশীদের জানায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের স্বজনদের কবর দেখতে কবরস্থানে ছুটে যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। তবে এ ঘটনায় কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। 

এ বিষয়ে দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী বলেন, ‘বেশ কিছুদিন ধরেই কঙ্কাল চুরির ঘটনা ঘটছে। সোমবার সকালে স্থানীয় কয়েকজন মানুষ মাটিয়ার পাড়া কবরস্থানের ৪টি কবরের মাটি, বাঁশ ও কবরের ঢেকে দেওয়া পলিথিন এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় আমিও তাদের মাধ্যমে খবর পেয়ে দেখতে ছুটে যাই। এর আগেও গত ৭ থেকে ১৬ মাস আগে যাদের মৃত্যু হয়েছে তাদেরই কবর খুঁড়ে কঙ্কাল ও হাড়গোড় চুরি হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে ইউনিয়নের বিনয়পুর কবর স্থান থেকে আওয়ামী লীগ নেতাসহ দুজনের কঙ্কাল ও হাড়গোড় চুরি হয়।’ 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় মানুষদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় কবরস্থানের চারটি কবরের মাটি, বাঁশ ও পলিথিন এলোমেলোয় অবস্থায় দেখতে পাই। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আমরা তদন্ত করতেছি। আমরা কয়েক দিন আগেও অভিযান করে বেশ কয়েকটি কঙ্কালসহ হাড়গোড় উদ্ধার করেছি।’

উল্লেখ্য, গত ২০ অক্টোবর দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষিরহাট ভূল্লিপাড়া এলাকা থেকে মৃত মানুষের ৪টি মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাচারের সময় দুই নারীকে আটক করে দেবীগঞ্জ থানা-পুলিশ ও ডিবি পুলিশ। এ ঘটনায় একটি মামলায় তারা জেলহাজতে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ এই চক্রটিই মাটিয়ার পাড়া এলাকার কবরস্থান থেকে কঙ্কাল ও হাড়গোড় চুরি করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত