Ajker Patrika

নারায়ণগঞ্জ থেকে পঞ্চগড় গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার, গ্রেপ্তার কথিত প্রেমিক

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ২২: ০২
নারায়ণগঞ্জ থেকে পঞ্চগড় গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার, গ্রেপ্তার কথিত প্রেমিক

নারায়ণগঞ্জ থেকে ‘প্রেমিকের’ সঙ্গে দেখা করতে গিয়ে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছেন বলে এক তরুণী (২২) পঞ্চগড়ের বোদা থানায় মামলা করছেন। গত শনিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেন। 

এদিকে ওই তরুণীর মামলার পর গতকাল রোববার রাতে বোদা থানা-পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আব্দুল মালেককে (২৪) গ্রেপ্তার করে। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার আব্দুল মালেক বোদা পৌরসভার সিপাইপাড়া এলাকার মহিদুলের ছেলে। মামলার অপর আসামিরা হলেন বোদা সদর ইউনিয়নের প্রসাদ খাওয়া গ্রামের রহিদুলের ছেলে আপন (২৫), বামনপাড়া এলাকার সামসুদ্দীনের ছেলে আলমগীর (২২) ও একই এলাকার মকবুলের ছেলে আশরাফুল ইসলাম (৩০)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৯ মাস আগে ওই তরুণীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় আব্দুল মালেকের। পরিচয়ের একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই একপর্যায়ে বিয়ের আশ্বাসে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ থেকে পঞ্চগড়ের বোদায় প্রেমিক আব্দুল মালেকের কাছে যান ওই তরুণী। ওই দিন রাতে তাঁকে অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয় প্রসাদ খাওয়া গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে। এ সময় অন্য আসামিরাও সেখানে উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে বাসা ফাঁকা দেখতে পেয়ে ওই তরুণী চলে যেতে চান। এ সময় মালেক তাঁকে বিয়ের জন্য কাজির বাড়িতে নেওয়ার কথা বলে একটি নির্জন এলাকায় (আমবাগানে) নিয়ে যান। সেখানে আসামিরা মুখ-হাত চেপে ধরে তাঁকে ধর্ষণ করেন। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যান। 

এ বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত