Ajker Patrika

সখীপুরে সন্তানদের সামনে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
গ্রেপ্তার মেহেদী হাসান। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে। র‍্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সকালে পারিবারিক কলহের জেরে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় দুই সন্তানের সামনেই স্ত্রী কাকলি আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করে মেহেদী হাসান পালিয়ে যান। বিকেলে কাকলির ভাই বাদল মিয়া বাদী হয়ে মেহেদীর বিরুদ্ধে সখীপুর থানায় মামলা করেন। অভিযুক্ত মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব-১৪ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন বলেন, স্ত্রীকে হত্যার পর মেহেদী এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করেছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত