Ajker Patrika

এক মাস আগে স্ত্রীর তালাক পাওয়া যুবকের ‘আত্মহত্যা’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
এক মাস আগে স্ত্রীর তালাক পাওয়া যুবকের ‘আত্মহত্যা’

দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে মমিনুল ইসলাম (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় পৌর এলাকার চকসাবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মমিনুল ইসলাম পৌর এলাকার চকসাহাবাজপুর গ্রামের মৃত মালেকের ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত রিকশা ভ্যানচালক ছিলেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মাস আগে পারিবারিক কলহের জেরে মমিনুল ইসলামকে তালাক দিয়ে একটি ছেলে সন্তানসহ বাবার বাড়ি চলে যান স্ত্রী শাম্মী আক্তার। এদিকে মমিনুল ইসলামের কিছু ঋণ ছিল। এ অবস্থায় কিছুদিন আগে তাঁর উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারিচালিত রিকশা ভ্যানটি চুরি হয়ে যায়।

এসব নিয়ে মমিনুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গতকাল রোববার শাম্মীর সঙ্গে মোবাইল ফোনে মমিনুলের কথা হয়। এরপর সন্ধ্যায় নিজ শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, থানায় অপমৃত্যু মামলা করা হচ্ছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত