চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
উপর্যুপরি ছুরির কোপে ক্ষতবিক্ষত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডে মৃত্যুর প্রহর গুনছেন চিলমারীর এক মাংস ব্যবসায়ী। টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও রেজাউল করিম নামে ওই মাংস ব্যবসায়ী এখনো মৃত্যুঝুঁকিতে রয়েছেন। এ ঘটনায় মামলা হলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
রেজাউল করিমের স্ত্রী রাজভানু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগের থেকে কিছুটা উন্নতি হলেও ডাক্তারের ভাষ্যমতে তিনি এখনো শঙ্কা মুক্ত নন।’
পূর্ব শত্রুতার জেরে তাঁর স্বামীকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি চিলমারী মডেল থানায় রেজাউল করিমের স্ত্রী রাজভানু বেগম বাদী হয়ে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মামলার ৪ নম্বর আসামি নিরাশা ব্যাপারী কৌশলে ব্রহ্মপুত্র নদের ধারে মাংস ব্যবসায়ী রেজাউল করিমকে ডেকে নিয়ে যায়। এ সময় ওত পেতে থাকা মামলার আসামি মেরাজুল হক (৪৮), গোলাপী বেগম (৩৭), সিরাজুল হক (৩৬) সহ আরও ৩ / ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে রেজাউলকে উপর্যুপরি আঘাত করেন।
এ সময় ওই মাংস ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়িতে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় মাংস ব্যবসায়ী রেজাউল করিমকে চিলমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সময় ওই মাংস ব্যবসায়ীর কাছে থাকা সাড়ে ৫ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে থানাহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রশিদ বিপ্লব বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলেও রেজাউলকে মারধরের সঠিক কারণটি আমি জানি না। তবে ঘটনাটি প্রেমঘটিত বলে আমি লোকমুখে শুনেছি।’
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপর্যুপরি ছুরির কোপে ক্ষতবিক্ষত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেডে মৃত্যুর প্রহর গুনছেন চিলমারীর এক মাংস ব্যবসায়ী। টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও রেজাউল করিম নামে ওই মাংস ব্যবসায়ী এখনো মৃত্যুঝুঁকিতে রয়েছেন। এ ঘটনায় মামলা হলেও আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।
রেজাউল করিমের স্ত্রী রাজভানু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগের থেকে কিছুটা উন্নতি হলেও ডাক্তারের ভাষ্যমতে তিনি এখনো শঙ্কা মুক্ত নন।’
পূর্ব শত্রুতার জেরে তাঁর স্বামীকে ডেকে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি চিলমারী মডেল থানায় রেজাউল করিমের স্ত্রী রাজভানু বেগম বাদী হয়ে মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের গত ৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মামলার ৪ নম্বর আসামি নিরাশা ব্যাপারী কৌশলে ব্রহ্মপুত্র নদের ধারে মাংস ব্যবসায়ী রেজাউল করিমকে ডেকে নিয়ে যায়। এ সময় ওত পেতে থাকা মামলার আসামি মেরাজুল হক (৪৮), গোলাপী বেগম (৩৭), সিরাজুল হক (৩৬) সহ আরও ৩ / ৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে রেজাউলকে উপর্যুপরি আঘাত করেন।
এ সময় ওই মাংস ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় দৌড়ে বাড়িতে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় মাংস ব্যবসায়ী রেজাউল করিমকে চিলমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সময় ওই মাংস ব্যবসায়ীর কাছে থাকা সাড়ে ৫ লাখ টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে থানাহাট ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রশিদ বিপ্লব বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করলেও রেজাউলকে মারধরের সঠিক কারণটি আমি জানি না। তবে ঘটনাটি প্রেমঘটিত বলে আমি লোকমুখে শুনেছি।’
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অবৈধভাবে বিদেশি মুদ্রার ব্যবসা করার অভিযোগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারের দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ১২ দেশের বিপুল পরিমাণ মুদ্রাসহ দুজনকে আটক করা হয়েছে।
৯ মিনিট আগেনোয়াখালীতে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে সংগঠনের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা শহর মাইজদীর শিল্পকলা একাডেমিসংলগ্ন সড়কে এই হামলা চালানো হয়।
২৬ মিনিট আগেবগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজে অধ্যক্ষ নিয়োগে প্রায় অর্ধকোটি টাকার বাণিজ্য হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে কলেজ গভর্নিং বডির একাধিক সদস্য ৭ মে বগুড়ার জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ
৪০ মিনিট আগেনোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের সাগর উপকূল থেকে তাঁদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছে।
১ ঘণ্টা আগে