নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এমন প্রত্যয়নপত্র দিয়েছেন বলে জানা গেছে। মো. শরীফ মিয়া (২২) নামে এক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে মাইজবাগ ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, ‘সমাজে অনেক খারাপ মানুষেরও ভালো প্রত্যয়নপত্র পাওয়ার রেকর্ড অনেক। এতে খারাপ লোকগুলো আরও খারাপ হওয়ার সাহস পায়। তাই যে খারাপ তাকে সেই প্রত্যয়নপত্রই দেওয়া হয়েছে। যাতে অন্য খারাপ লোকেরা এ থেকে শিক্ষা নিতে পারে। যারা খারাপ তাকে ভালো মানুষের প্রত্যয়নপত্র দেওয়া ঠিক না। সেটা জাতির সঙ্গে প্রতারণা। শরীফ ধর্ষণ করেছে।’ যার কারণে তাঁকে ধর্ষণের প্রত্যয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
জানা গেছে, মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে যান স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের তারাটি গ্রামের মো. আব্দুল বারেক মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২২)। প্রত্যয়নপত্রে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন, ‘মো. শরীফ মিয়া. পিতা: বারেক মিয়া, আমার জানামতে তিনি ইতিপূর্বে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে দেন। তিনি একজন দুষ্কৃতকারী এবং দুশ্চরিত্রের। তা ছাড়া কিছুদিন আগে তিনি চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন। তিনি সামাজিক বা আইনের কোনো তোয়াক্কা করেন না। আমি তাঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
ধর্ষণের প্রত্যয়ন পাওয়া শরীফ এ বছরের ১৩ জুন একই এলাকার এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় শরীফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই শিশুর পরিবারের হাতেও ধর্ষণের প্রত্যয়নপত্র পৌঁছেছে।
এদিকে গত (১ আগস্ট) শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে র্যাব-১-এর সদস্যরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শরীফকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব-১৪-এর কাছে হস্তান্তর করে। ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ পরের দিন শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল এমন প্রত্যয়নপত্র দিয়েছেন বলে জানা গেছে। মো. শরীফ মিয়া (২২) নামে এক যুবককে ধর্ষক হিসেবে আখ্যায়িত করে এ প্রত্যয়নপত্র দেওয়া হয়। এমন ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়টি স্বীকার করে মাইজবাগ ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম বাবুল বলেন, ‘সমাজে অনেক খারাপ মানুষেরও ভালো প্রত্যয়নপত্র পাওয়ার রেকর্ড অনেক। এতে খারাপ লোকগুলো আরও খারাপ হওয়ার সাহস পায়। তাই যে খারাপ তাকে সেই প্রত্যয়নপত্রই দেওয়া হয়েছে। যাতে অন্য খারাপ লোকেরা এ থেকে শিক্ষা নিতে পারে। যারা খারাপ তাকে ভালো মানুষের প্রত্যয়নপত্র দেওয়া ঠিক না। সেটা জাতির সঙ্গে প্রতারণা। শরীফ ধর্ষণ করেছে।’ যার কারণে তাঁকে ধর্ষণের প্রত্যয়ন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান।
জানা গেছে, মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে প্রত্যয়নপত্র সংগ্রহ করতে যান স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের তারাটি গ্রামের মো. আব্দুল বারেক মিয়ার ছেলে মো. শরীফ মিয়া (২২)। প্রত্যয়নপত্রে ইউপি চেয়ারম্যান উল্লেখ করেন, ‘মো. শরীফ মিয়া. পিতা: বারেক মিয়া, আমার জানামতে তিনি ইতিপূর্বে এক কিশোরীকে ধর্ষণ করতে না পেরে বাড়িতে আগুন লাগিয়ে দেন। তিনি একজন দুষ্কৃতকারী এবং দুশ্চরিত্রের। তা ছাড়া কিছুদিন আগে তিনি চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন। তিনি সামাজিক বা আইনের কোনো তোয়াক্কা করেন না। আমি তাঁকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
ধর্ষণের প্রত্যয়ন পাওয়া শরীফ এ বছরের ১৩ জুন একই এলাকার এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে একা পেয়ে ধর্ষণ করেন। এ ঘটনার পর ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় শরীফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষণের শিকার ওই শিশুর পরিবারের হাতেও ধর্ষণের প্রত্যয়নপত্র পৌঁছেছে।
এদিকে গত (১ আগস্ট) শুক্রবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে র্যাব-১-এর সদস্যরা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শরীফকে গ্রেপ্তার করে ময়মনসিংহ র্যাব-১৪-এর কাছে হস্তান্তর করে। ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ পরের দিন শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১২ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২১ মিনিট আগেসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের বুক সর্টার অর্পনা কুমারীকে স্থায়ীভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের গুরুতর অভিযোগের তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেয়।
২২ মিনিট আগে