Ajker Patrika

বেশি দামে তেল বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১২: ০৫
বেশি দামে তেল বিক্রির অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বেশি দামে বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার ও রনচণ্ডি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ওই চার প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। 

জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার ও রনচণ্ডি বাজারে সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর বাজার মনিটরিং করা হয়। বাজার মনিটরিংয়ের সময়ে পণ্যসামগ্রীর মূল্য তালিকা ছাড়াই বেশি দামে এবং বিক্রির রসিদ ছাড়া পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানগুলো থেকে বিভিন্ন অঙ্কে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে ইউএনও সোহাগ চন্দ্র সাহা বলেন, ‘বাজার মনিটরিংয়ের সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তাঁদের সচেতন করা হয়েছে। আমাদের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত