তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ে ৮ মাসের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে মা হামিদা আক্তারকে (২৭) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত হামিদার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দোহশুহ এলাকায়। তিনি ওই এলাকার হাসান আলীর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তিনি তার বাবার বাড়িতে থাকতেন।
গত ২০১৭ সালে ১৩ এপ্রিল ৮ মাস বয়সী শিশু সন্তান ইমরান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে আটোয়ারী থানায় অভিযোগ দায়ের করে শিশুটির চাচা মজনু মিয়া।
মামলার বাদী মজনু হক বলেন, আমার ভাইয়ের সঙ্গে হামিদার বিচ্ছেদের চার দিন পর খবর পাই আমার ভাতিজা মারা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি ভাতিজা ইমরানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর পুলিশ হামিদা এবং তাঁর মা খোদেজা বেগমকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের সত্যতা মেলায় আদালত প্রধান আসামি হামিদা আক্তারকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ মামলার অপর দুই আসামি হামিদার মা খোদেজা এবং বাবা হাসান আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পঞ্চগড়ে ৮ মাসের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে মা হামিদা আক্তারকে (২৭) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত হামিদার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দোহশুহ এলাকায়। তিনি ওই এলাকার হাসান আলীর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তিনি তার বাবার বাড়িতে থাকতেন।
গত ২০১৭ সালে ১৩ এপ্রিল ৮ মাস বয়সী শিশু সন্তান ইমরান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে আটোয়ারী থানায় অভিযোগ দায়ের করে শিশুটির চাচা মজনু মিয়া।
মামলার বাদী মজনু হক বলেন, আমার ভাইয়ের সঙ্গে হামিদার বিচ্ছেদের চার দিন পর খবর পাই আমার ভাতিজা মারা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি ভাতিজা ইমরানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর পুলিশ হামিদা এবং তাঁর মা খোদেজা বেগমকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের সত্যতা মেলায় আদালত প্রধান আসামি হামিদা আক্তারকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ মামলার অপর দুই আসামি হামিদার মা খোদেজা এবং বাবা হাসান আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের
৭ মিনিট আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২৫ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) শেখ মো. আল-আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।
২৯ মিনিট আগেখাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
৪০ মিনিট আগে