Ajker Patrika

৮ মাসের সন্তানকে বালিশ চাপায় হত্যা, মাকে কারাদণ্ড

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
৮ মাসের সন্তানকে বালিশ চাপায় হত্যা, মাকে কারাদণ্ড

পঞ্চগড়ে ৮ মাসের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে মা হামিদা আক্তারকে (২৭) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত হামিদার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দোহশুহ এলাকায়। তিনি ওই এলাকার হাসান আলীর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তিনি তার বাবার বাড়িতে থাকতেন। 
গত ২০১৭ সালে ১৩ এপ্রিল ৮ মাস বয়সী শিশু সন্তান ইমরান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে আটোয়ারী থানায় অভিযোগ দায়ের করে শিশুটির চাচা মজনু মিয়া।

মামলার বাদী মজনু হক বলেন, আমার ভাইয়ের সঙ্গে হামিদার বিচ্ছেদের চার দিন পর খবর পাই আমার ভাতিজা মারা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি ভাতিজা ইমরানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর পুলিশ হামিদা এবং তাঁর মা খোদেজা বেগমকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের সত্যতা মেলায় আদালত প্রধান আসামি হামিদা আক্তারকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ মামলার অপর দুই আসামি হামিদার মা খোদেজা এবং বাবা হাসান আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত