Ajker Patrika

নির্বাচনে না এলে বিএনপির কর্মীরা নেতাদের পেটাবেন: মির্জা আজম

রংপুর প্রতিনিধি
নির্বাচনে না এলে বিএনপির কর্মীরা নেতাদের পেটাবেন: মির্জা আজম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে দলটির কর্মীরা নেতাদের পেটাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আজ শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে মির্জা আজম এই মন্তব্য করেন। ‘স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচনের কিছুই হবে না। ইভিএমের মাধ্যমে নির্বাচন নির্বাচনের মতো হয়ে যাবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘২০১৮ সালে বিএনপি নির্বাচনে আসলেও মনোনয়ন বাণিজ্য করেছে। এক আসনে তিনজনকে মনোনয়ন দিয়েছিল। আমার আসনে যাকে মনোনয়ন দিয়েছিল সেই প্রার্থী এক দিনের জন্যও নির্বাচনী এলাকায় আসেন নাই। তাহলে জনগণ কেন তাঁদের ভোট দেবে? আর বিএনপি নির্বাচনে না আসলে, তাঁদের লোকজন কেন্দ্রে না থাকলে, দু-এক জায়গায় তো অনিয়ম হতেই পারে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো লাগে না। তিনি এত মিথ্যাচার করেছেন, তাঁর কথা এখন কেউ বিশ্বাস করে না। আজ দেশের মানুষ মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি ১৯৭১ সালের পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলামের বাবা রাজাকার ছিলেন, স্বাধীনতাবিরোধী ছিলেন। তাই দেশের উন্নয়নকে বিএনপির সহ্য হয় না।

মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের সদস্যসচিব আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদাত হোসেন বকুল, সদস্যসচিব মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম প্রমুখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

নেপালে সরকার পতনের পর ভাইরাল মনীষা কৈরালার পুরোনো ভিডিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত