প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের খানসামা উপজেলায় ১৯ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জিতেন রায় (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। আজ বুধবার বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠান। অভিযুক্ত জিতেন একই এলাকার মংগুলু চন্দ্র রায়ের ছেলে।
গত শনিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় ভুক্তভোগীর নিজ বাড়ি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের অর্জুনপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী দিয়ে আজ বুধবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই অভিযুক্ত জিতেনকে গ্রেপ্তার হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিতেন রায় ভুক্তভোগীর বাড়িতে একা পেয়ে প্রায়ই নানা কুপ্রস্তাব দেন। এ ছাড়া বাড়ির লোকজনের অনুপস্থিতিতে গোপনে বেশ কয়েকবার তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়ে বাক ও বুদ্ধি প্রতিবন্ধীর পরিবার জানতে পেরে জিতেনকে বললে তিনি ওদের ওপর ক্ষিপ্ত হন। এ ছাড়া ভুক্তভোগী ও তার মা'কে হত্যার হুমকিও দেন তিনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেল ৫টায় তার মায়ের অনুপস্থিতিতে ভুক্তভোগীর শয়নকক্ষে ধর্ষণ করেন। এ সময় তরুণীর মা বাড়িতে আসেন। জিতেন সেটি টের পেয়ে কৌশলে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগীর মা জানান, তাঁর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত জঘন্যতম একটি অপরাধ করেছে। এটির উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন বলেন, ধর্ষক জিতেন রায়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
দিনাজপুরের খানসামা উপজেলায় ১৯ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জিতেন রায় (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। আজ বুধবার বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠান। অভিযুক্ত জিতেন একই এলাকার মংগুলু চন্দ্র রায়ের ছেলে।
গত শনিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় ভুক্তভোগীর নিজ বাড়ি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের অর্জুনপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী দিয়ে আজ বুধবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই অভিযুক্ত জিতেনকে গ্রেপ্তার হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিতেন রায় ভুক্তভোগীর বাড়িতে একা পেয়ে প্রায়ই নানা কুপ্রস্তাব দেন। এ ছাড়া বাড়ির লোকজনের অনুপস্থিতিতে গোপনে বেশ কয়েকবার তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়ে বাক ও বুদ্ধি প্রতিবন্ধীর পরিবার জানতে পেরে জিতেনকে বললে তিনি ওদের ওপর ক্ষিপ্ত হন। এ ছাড়া ভুক্তভোগী ও তার মা'কে হত্যার হুমকিও দেন তিনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেল ৫টায় তার মায়ের অনুপস্থিতিতে ভুক্তভোগীর শয়নকক্ষে ধর্ষণ করেন। এ সময় তরুণীর মা বাড়িতে আসেন। জিতেন সেটি টের পেয়ে কৌশলে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগীর মা জানান, তাঁর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত জঘন্যতম একটি অপরাধ করেছে। এটির উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন বলেন, ধর্ষক জিতেন রায়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শরীয়তপুর সদর হাসপাতালে রোগী হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য রোধে যৌথ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ও পালং মডেল থানা–পুলিশ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মোহাম্মদ আবু বক্করের নেতৃত্বে আজ মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে এই অভিযান
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
১০ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে ১২ জন শিক্ষার্থী গতকাল সোমবার মধ্যরাত থেকে আমরণ অনশন শুরু করেছেন। এর মধ্যে অন্তত পাঁচ শিক্ষার্থী আজ দুপুরে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের একজনকে বরিশাল মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়ার পর নিয়ে আসা হয়েছে। এদিকে উপাচার্য পদত্যাগ না করলে
১৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রামদা দিয়ে কুপিয়ে এক কৃষকের হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে উপজেলার বরমী ইউনিয়নের তাঁতীসুতা গ্রামে এ ঘটনা ঘটে। বিচ্ছিন্ন করা কবজি নিয়ে থানায় হাজির হন ভুক্তভোগী কৃষক।
২৫ মিনিট আগে