Ajker Patrika

নাতির কাঁধে ভর দিয়ে কেন্দ্রে ৯০ বছরের রাজিয়া

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ মে ২০২৪, ১৫: ৫২
নাতির কাঁধে ভর দিয়ে কেন্দ্রে ৯০ বছরের রাজিয়া

৯০ বছর বয়সী রাজিয়া বেগম। এসেছেন ভোটকেন্দ্রে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে। একা চলাফেরা করতে পারেন না। তাই নাতির কাঁধে ভর করে এসেছেন। 

দিনাজপুরের খানসামা উপজেলার নিউ পাকেরহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০টায় দেখা মেলে এ দৃশ্য। আজ বুধবার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

বৃদ্ধা রাজিয়া বেগমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ভোট দেওয়া জনগণের দায়িত্ব তাই কষ্ট হলেও নাতির সঙ্গে এসেছি। পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। ভোট দিতে একটা আনন্দ আছে।’ 

একই কেন্দ্রে ভোট দিতে আসা ৮০ বছর বয়সী সন্ধ্যা রানী ও কনিকা রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটের আমেজে এই বয়সে ভোট দিতে আসলাম।’ 

নিউ পাকেরহাট উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা ফয়সাল আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘সকল বয়সের ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে—এ জন্য আমরা কাজ করছি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত