দিনাজপুর প্রতিনিধি
রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ রোববার ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর স্টেশনে ট্রেনটি আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে রাত ৮টা ৫৫ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত গন্তব্যে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় একতা এক্সপ্রেস ট্রেনটি।
অভিযোগকারী কয়েকজন জানান, দিনাজপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন শুক্রবার রাতে ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। কর্মসূচি শেষে আজ (রোববার) সকাল সোয়া ১০টায় কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তাঁরা।
ঘণ্টাখানেক পর টিটিই তাঁদের কাছে টিকিট দেখতে চান। এ সময় টিটিইকে তাঁরা জানান, তাঁদের কাছে টাকা নেই এবং তাড়াহুড়ো করে ট্রেনে ওঠায় তাঁরা টিকিট কাটার মতো সময় পাননি। তাঁদের কিছুক্ষণ সময় দিলে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। কিন্তু টিটিই তাঁদের সামনের স্টেশনে ট্রেন থেকে নেমে গিয়ে বাসে যাওয়ার পরামর্শ দেন।
সিরাজগঞ্জ স্টেশনে এসে আবারও তাঁদের কাছে টিকিট দেখতে চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় জিল্লুর রহমান নামের এক পুলিশ সদস্য ও টিটিই ওয়াসিবুর রহমান শুভ উভয়ে তাঁদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এ সময় রাসেল ইসলাম (২১) পড়ে গিয়ে বাম হাতের কনুতে আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগকারী ফরহাদ হোসেন (২১) জানান, ‘আমরা কেন গেছি ঢাকায় এ ধরনের প্রশ্ন করে আমাদের চার্জ করেছেন ওই পুলিশ ও টিটিই। ট্রেন একটা সরকারি বাহন, আমাদের তারা এতটুকু ছাড় দিতে পারতেন; কিন্তু তাঁরা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাঁদের আচরণই বলে দেয় তাঁরা আওয়ামী লীগের দোসর। আমরা তাঁদের বিচার দাবি করি।’
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে একতা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী দুজন কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এই অভিযোগে সন্ধ্যায় দিনাজপুর রেলস্টেশনে তাঁরা ট্রেনটি আটকে রাখেন। শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজধানীতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি থেকে ট্রেনে ফেরার সময় টিকিট না থাকায় কয়েক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে টিটিই (ট্রাভেল টিকিট এক্সামিনার) ও রেল পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
আজ রোববার ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর স্টেশনে ট্রেনটি আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ১ ঘণ্টা ১০ মিনিট বিলম্বে রাত ৮টা ৫৫ মিনিটে দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত গন্তব্যে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায় একতা এক্সপ্রেস ট্রেনটি।
অভিযোগকারী কয়েকজন জানান, দিনাজপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ১৭ জন শুক্রবার রাতে ঢাকায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। কর্মসূচি শেষে আজ (রোববার) সকাল সোয়া ১০টায় কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন তাঁরা।
ঘণ্টাখানেক পর টিটিই তাঁদের কাছে টিকিট দেখতে চান। এ সময় টিটিইকে তাঁরা জানান, তাঁদের কাছে টাকা নেই এবং তাড়াহুড়ো করে ট্রেনে ওঠায় তাঁরা টিকিট কাটার মতো সময় পাননি। তাঁদের কিছুক্ষণ সময় দিলে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। কিন্তু টিটিই তাঁদের সামনের স্টেশনে ট্রেন থেকে নেমে গিয়ে বাসে যাওয়ার পরামর্শ দেন।
সিরাজগঞ্জ স্টেশনে এসে আবারও তাঁদের কাছে টিকিট দেখতে চাওয়া নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় জিল্লুর রহমান নামের এক পুলিশ সদস্য ও টিটিই ওয়াসিবুর রহমান শুভ উভয়ে তাঁদের ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এ সময় রাসেল ইসলাম (২১) পড়ে গিয়ে বাম হাতের কনুতে আঘাতপ্রাপ্ত হন।
অভিযোগকারী ফরহাদ হোসেন (২১) জানান, ‘আমরা কেন গেছি ঢাকায় এ ধরনের প্রশ্ন করে আমাদের চার্জ করেছেন ওই পুলিশ ও টিটিই। ট্রেন একটা সরকারি বাহন, আমাদের তারা এতটুকু ছাড় দিতে পারতেন; কিন্তু তাঁরা পরিকল্পিতভাবে আমাদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তাঁদের আচরণই বলে দেয় তাঁরা আওয়ামী লীগের দোসর। আমরা তাঁদের বিচার দাবি করি।’
এ বিষয়ে দিনাজপুর রেলওয়ের স্টেশন সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে একতা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকারী দুজন কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। এই অভিযোগে সন্ধ্যায় দিনাজপুর রেলস্টেশনে তাঁরা ট্রেনটি আটকে রাখেন। শিক্ষার্থীরা আমাদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
‘নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সুবর্ণচরে ছিল সুপেয় পানির ভান্ডার। খাল-বিল-ডোবায় ভরপুর ছিল এই জনপদ। কৃষির আঁতুড়ঘর বলা হয় সুবর্ণচরকে। কখনো ভাবিনি যে এখানে একদিন সুপেয় পানির জন্য হাহাকার হবে। সাতসকালে উঠেই পরিবারের সদস্যদের পানির তৃষ্ণা মেটাতে যুদ্ধ করতে হয়।
৩ মিনিট আগেতিন দফা দাবিতে রাজধানীর মৎস্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাৎস্যবিজ্ঞান বিভাগের একদল শিক্ষার্থী। আজ সোমবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৮ মিনিট আগেবিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
১২ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুণ্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে।
২০ মিনিট আগে