রংপুর প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে আকিকা অনুষ্ঠানের খাবার খেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৭০ জন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ওই অনুষ্ঠানে খাবার খেয়ে পেটব্যথা ও বমিভাব নিয়ে গত শুক্রবার থেকে আজ রোববার দুপুর পর্যন্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের স্থানীয় গাজী খাঁ দক্ষিণ সোনারপাড়া গ্রামের লিটন মিয়ার বাড়িতে তাঁর ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। সেখানে তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী ভাত, গোশত, ডাল খায়। এরপর ওই দিন রাত থেকে অনুষ্ঠানে যারা খাবার খেয়েছিল, তারা অসুস্থ হয়ে পড়ে। পেটব্যথা, পাতলা পায়খানা ও বমিভাব দেখা দেয়। অনেকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পরদিন শুক্রবার সকাল থেকে আজ রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে থাকে।
হাসপাতালে ভর্তি আজিজুল হক বলেন, ‘দাওয়াত খেয়ে আসার পর রাত থেকে পাতলা পায়খানাসহ জ্বরে আক্রান্ত হই। পরে মেডিকেলে ভর্তি হয়েছি। আমার পরিবারের সবার একই অবস্থা। শুধু আমার পরিবার নয়; যারা দাওয়াত খেয়েছে, তাদেরই সমস্যা হয়েছে। তিন দিন ধরে হাসপাতালে অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া লোকজনই ভর্তি আছি।’
ওই এলাকার শাফিউল ইসলাম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে তিনি চাকরি হারানোর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। শাফিউল ইসলাম বলেন, ‘লিটনের বাড়িতে আকিকার দাওয়াত খাওয়ার পরেই শুক্রবার সকাল থেকে পাতলা পায়খানাসহ প্রচণ্ড জ্বরে ভুগছি। হাট-বাজারে চিকিৎসা নিয়ে ঠিক না হওয়ায় রাতে হাসপাতালে ভর্তি হই। আমি একজন গার্মেন্ট-কর্মী। আজ (রোববার) থেকে আমার অফিস খোলা হলেও আমি অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারিনি। জানি না, চাকরি থাকবে কি না।’
জানতে চাইলে আকিকার অনুষ্ঠানের আয়োজক লিটন মিয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খুবই যত্নসহকারে খাবারের আয়োজন করেছিলাম। তারপরও কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ। তবে এটা ষড়যন্ত্রও হতে পারে। নয় তো এমনটা হওয়ার কথা নয়।’
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তরিকুল ইসলাম মন্ডল বলেন, ফুড পয়জনিংয়ের (খাবারে বিষক্রিয়া) কারণে এমনটা হতে পারে। এ ছাড়া খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে, যা থেকে এই সমস্যা সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘আকিকার অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে তিন দিনে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ। আজকেও (রোববার) ৮ জন ভর্তি হয়েছে। তাদের চিকিৎসাসেবা চলছে। ভর্তি হওয়া রোগীরা আশঙ্কামুক্ত। কী কারণে এমন হয়েছে, তা আমরা অনুসন্ধান করব।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে আজকে হাসপাতালে গিয়েছিলাম। ওই অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। কী কারণে ফুড পয়জনিংটা হলো আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় অভিযোগ পেলেও ব্যবস্থা নেব, না পেলেও ব্যবস্থা নেব। ভর্তি রোগীরা যাতে সুচিকিৎসা পায়, এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও ইউএনওকে জানিয়েছি।’
রংপুরের পীরগঞ্জে আকিকা অনুষ্ঠানের খাবার খেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী-পুরুষ ও শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ৭০ জন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। ওই অনুষ্ঠানে খাবার খেয়ে পেটব্যথা ও বমিভাব নিয়ে গত শুক্রবার থেকে আজ রোববার দুপুর পর্যন্ত রোগীরা হাসপাতালে ভর্তি হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনেরা জানান, বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের স্থানীয় গাজী খাঁ দক্ষিণ সোনারপাড়া গ্রামের লিটন মিয়ার বাড়িতে তাঁর ছেলের আকিকার অনুষ্ঠান ছিল। সেখানে তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী ভাত, গোশত, ডাল খায়। এরপর ওই দিন রাত থেকে অনুষ্ঠানে যারা খাবার খেয়েছিল, তারা অসুস্থ হয়ে পড়ে। পেটব্যথা, পাতলা পায়খানা ও বমিভাব দেখা দেয়। অনেকে প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নেয়। পরে অবস্থার অবনতি হওয়ায় পরদিন শুক্রবার সকাল থেকে আজ রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে থাকে।
হাসপাতালে ভর্তি আজিজুল হক বলেন, ‘দাওয়াত খেয়ে আসার পর রাত থেকে পাতলা পায়খানাসহ জ্বরে আক্রান্ত হই। পরে মেডিকেলে ভর্তি হয়েছি। আমার পরিবারের সবার একই অবস্থা। শুধু আমার পরিবার নয়; যারা দাওয়াত খেয়েছে, তাদেরই সমস্যা হয়েছে। তিন দিন ধরে হাসপাতালে অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া লোকজনই ভর্তি আছি।’
ওই এলাকার শাফিউল ইসলাম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে তিনি চাকরি হারানোর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। শাফিউল ইসলাম বলেন, ‘লিটনের বাড়িতে আকিকার দাওয়াত খাওয়ার পরেই শুক্রবার সকাল থেকে পাতলা পায়খানাসহ প্রচণ্ড জ্বরে ভুগছি। হাট-বাজারে চিকিৎসা নিয়ে ঠিক না হওয়ায় রাতে হাসপাতালে ভর্তি হই। আমি একজন গার্মেন্ট-কর্মী। আজ (রোববার) থেকে আমার অফিস খোলা হলেও আমি অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারিনি। জানি না, চাকরি থাকবে কি না।’
জানতে চাইলে আকিকার অনুষ্ঠানের আয়োজক লিটন মিয়া মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খুবই যত্নসহকারে খাবারের আয়োজন করেছিলাম। তারপরও কীভাবে কী হলো, কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ। তবে এটা ষড়যন্ত্রও হতে পারে। নয় তো এমনটা হওয়ার কথা নয়।’
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. তরিকুল ইসলাম মন্ডল বলেন, ফুড পয়জনিংয়ের (খাবারে বিষক্রিয়া) কারণে এমনটা হতে পারে। এ ছাড়া খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে, যা থেকে এই সমস্যা সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘আকিকার অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে তিন দিনে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে অনেকে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ। আজকেও (রোববার) ৮ জন ভর্তি হয়েছে। তাদের চিকিৎসাসেবা চলছে। ভর্তি হওয়া রোগীরা আশঙ্কামুক্ত। কী কারণে এমন হয়েছে, তা আমরা অনুসন্ধান করব।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘খবর পেয়ে আজকে হাসপাতালে গিয়েছিলাম। ওই অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হওয়া রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। কী কারণে ফুড পয়জনিংটা হলো আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় অভিযোগ পেলেও ব্যবস্থা নেব, না পেলেও ব্যবস্থা নেব। ভর্তি রোগীরা যাতে সুচিকিৎসা পায়, এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও ইউএনওকে জানিয়েছি।’
রাজধানীর রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে লেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে রমনা থানা-পুলিশ। সন্ধ্যার দিকে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
৬ মিনিট আগেবাগেরহাটে দুর্বৃত্তের হামলায় হায়াত উদ্দিন (৪২) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি ভোরের চেতনা নামক একটি পত্রিকার রিপোর্টার হিসেবে বাগেরহাটে কাজ করতেন বলে জানা গেছে।
১২ মিনিট আগে১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১১ কেভি নয়াসড়ক ফিডার ও ১১ কেভি কেভি নাইওরপুল ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
২৫ মিনিট আগেবিদেশি নম্বর থেকে ফোন করে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মিথুন ঢালি নামের এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শুক্রবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম।
৩০ মিনিট আগে