রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে বোরো ধানের জমিতে পানি না পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষক ক্ষোভে কীটনাশক পান করেছেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। অন্যজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দুই কৃষক সম্পর্কে চাচাতো ভাই।
মৃত ব্যক্তির নাম অভিনাথ মারান্ডি (৩৬)। তিনি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের মৃত বাবুচাঁদ মারান্ডির ছেলে। অপরজনের নাম রবি মারান্ডি (২৭)। তিনি গয়ানাথ মারান্ডির ছেলে। অভিনাথ ও রবির বাড়ি পাশাপাশি জায়গায়।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামে গিয়ে দেখা যায়, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় অভিনাথ ও রবি গভীর নলকূপের কাছেই কীটনাশক পান করেন। এরপর দুজনকেই প্রথমে বাড়িতে নেওয়া হয়। কিছুক্ষণ পর অভিনাথ মারা যান। পরে রবিকে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রম বলেন, ‘বোরো ধানের জমিতে পানি দেওয়ার জন্য আমার স্বামী ১০-১২ দিন ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কাছে গভীর নলকূপের জন্য ঘুরছিল। কিন্তু নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেন পানি দিচ্ছিল না। এ কারণে আমার স্বামী ক্ষোভে কীটনাশক পান করে। একই কারণে অভিনাথের চাচাতো ভাই রবিও কীটনাশক পান করে।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘এখন চৈত্র মাস। পানির সংকট রয়েছে। এর জন্য আত্মহত্যা করতে হবে?’
ওসি আরও বলেন, ‘আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীর গোদাগাড়ীতে বোরো ধানের জমিতে পানি না পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই কৃষক ক্ষোভে কীটনাশক পান করেছেন। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। অন্যজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দুই কৃষক সম্পর্কে চাচাতো ভাই।
মৃত ব্যক্তির নাম অভিনাথ মারান্ডি (৩৬)। তিনি গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নিমঘুটু গ্রামের মৃত বাবুচাঁদ মারান্ডির ছেলে। অপরজনের নাম রবি মারান্ডি (২৭)। তিনি গয়ানাথ মারান্ডির ছেলে। অভিনাথ ও রবির বাড়ি পাশাপাশি জায়গায়।
আজ বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামে গিয়ে দেখা যায়, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় অভিনাথ ও রবি গভীর নলকূপের কাছেই কীটনাশক পান করেন। এরপর দুজনকেই প্রথমে বাড়িতে নেওয়া হয়। কিছুক্ষণ পর অভিনাথ মারা যান। পরে রবিকে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে অভিনাথ মারান্ডির স্ত্রী রোজিনা হেমব্রম বলেন, ‘বোরো ধানের জমিতে পানি দেওয়ার জন্য আমার স্বামী ১০-১২ দিন ধরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কাছে গভীর নলকূপের জন্য ঘুরছিল। কিন্তু নলকূপ অপারেটর সাখাওয়াত হোসেন পানি দিচ্ছিল না। এ কারণে আমার স্বামী ক্ষোভে কীটনাশক পান করে। একই কারণে অভিনাথের চাচাতো ভাই রবিও কীটনাশক পান করে।’
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘এখন চৈত্র মাস। পানির সংকট রয়েছে। এর জন্য আত্মহত্যা করতে হবে?’
ওসি আরও বলেন, ‘আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৩ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৩ ঘণ্টা আগেমাদারীপুরের শিবচরে নিজের ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছেন এক মা। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার পর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের হাজি শরীয়তুল্লাহ সেতুতে এ ঘটনা ঘটে। প্রতিবন্ধী ছেলের বোঝা বইতে না পেরে ছেলেকে নদে ফেলে দিয়েছেন বলে জানিয়েছেন ওই নারী।
৩ ঘণ্টা আগেনোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসা থেকে জোবায়ের ইবনে জিদান (১২) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগ, মাদ্রাসার শিক্ষকেরা নির্যাতনে জিদানকে হত্যা করে লাশ শৌচাগারে ঝুলিয়ে রেখেছেন। আজ বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহব্বতপুর কাঞ্চন মেম্বারের পোল
৪ ঘণ্টা আগে