শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাবিল উদ্দিন (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কাবিল উদ্দিন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এ ছাড়া তিনি নিজের জমিতে চাষাবাদ করতেন। কাবিলের বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়িপাড়ায়। তাঁর বাবা শাহজাহান আলী একজন কৃষক।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে একজন যুবক কাবিল উদ্দিনকে মৃত অবস্থায় ভ্যানগাড়িতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে ওই যুবক দ্রুত সেখান থেকে চলে যান। কাবিলের শরীরে লাঠি ও ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের পরিবার জানায়, কাবিল উদ্দিন গতকাল রাতে নিজের মোটরসাইকেলে করে পাশের গ্রামে একটি ওরস দেখতে যান, তবে রাতে আর বাড়ি ফিরে আসেননি। আজ ভোররাতে কাবিলের মৃত্যুর খবর শুনেন তাঁরা।
থানা-পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাবিল উদ্দিনের হত্যাকাণ্ডটি পরকীয়া-সংক্রান্ত কারণে ঘটেছে। নিহতের পরিবারও এ ঘটনায় সন্দেহ প্রকাশ করছে। কাবিলের মোটরসাইকেলটি একই গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কাবিলকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকের নাম সজীব। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নিহত কাবিল উদ্দিনের বাবা শাহজাহান আলী তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বগুড়ার শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাবিল উদ্দিন (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কাবিল উদ্দিন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এ ছাড়া তিনি নিজের জমিতে চাষাবাদ করতেন। কাবিলের বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়িপাড়ায়। তাঁর বাবা শাহজাহান আলী একজন কৃষক।
স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে একজন যুবক কাবিল উদ্দিনকে মৃত অবস্থায় ভ্যানগাড়িতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে ওই যুবক দ্রুত সেখান থেকে চলে যান। কাবিলের শরীরে লাঠি ও ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের পরিবার জানায়, কাবিল উদ্দিন গতকাল রাতে নিজের মোটরসাইকেলে করে পাশের গ্রামে একটি ওরস দেখতে যান, তবে রাতে আর বাড়ি ফিরে আসেননি। আজ ভোররাতে কাবিলের মৃত্যুর খবর শুনেন তাঁরা।
থানা-পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাবিল উদ্দিনের হত্যাকাণ্ডটি পরকীয়া-সংক্রান্ত কারণে ঘটেছে। নিহতের পরিবারও এ ঘটনায় সন্দেহ প্রকাশ করছে। কাবিলের মোটরসাইকেলটি একই গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কাবিলকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকের নাম সজীব। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নিহত কাবিল উদ্দিনের বাবা শাহজাহান আলী তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২০ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
৪০ মিনিট আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে