Ajker Patrika

নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

নওগাঁ থেকে সোহেল রানা শামীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় তৈরি ২টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আজ সোমবার বিকেলে র‍্যাব-৫ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে গতকাল রোববার রাতে বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা শামীমের (৩২) বাড়ি নওগাঁ শহরের কুমাইগাড়ী দেওয়ানপাড়া এলাকায়। 

র‍্যাব জানায়, সোহেল রানা একজন সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলদার। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখতেন, যেন কেউ তাঁর সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে মুখ না খুলে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামানের নেতৃতে বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। তাঁর নামে আগে ৩টি মামলা রয়েছে বলেও র‍্যাব জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত