পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। এতে রাতে লাইটের তীব্র রশ্মির কারণে সড়ক ও মহাসড়কে চলাচলকারীদের পড়তে হয় দুর্ভোগে। চোখে সরাসরি আলোকরশ্মি পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের তদারকি না থাকায় এলইডি লাইটের ব্যবহার বাড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অটোরিকশা ভ্যান স্ট্যান্ড মাস্টার আইউব আলী বলেন, ‘উপজেলায় ২ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান রয়েছে। সেই সঙ্গে আরও দুই শতাধিক লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা। এসব গাড়িতে রাতে চলাচলের জন্য সংযোজন করা হয়েছে এলইডি লাইট। সাধারণ লাইটে আলো কম হয়, এলইডি লাইটে আলো অনেক বেশি। তাই চালকেরা এলইডি লাইট ব্যবহারে বেশি আগ্রহী।
সাইদুর রহমান নামের একজন মোটরসাইকেলচালক বলেন, বর্তমানে চার্জার ভ্যান ও অটোরিকশার চালকেরা এলইডি লাইট বেশি ব্যবহার করছেন। এসব লাইট মোটরসাইকেলসহ কিছুসংখ্যক বাস ও ট্রাকেও ব্যবহার করা হচ্ছে। এই লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ না থাকায় সামনে থাকা যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়ে।
এলইডি লাইটের তীব্র রশ্মির কারণে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনাও ঘটছে বলে জানান সাইদুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দিনের চেয়ে রাতে দুর্ঘটনাকবলিত রোগীর সংখ্যা বেশি। তবে দুর্ঘটনার শিকার বেশির ভাগ রোগী ছোট গাড়ির চালক ও যাত্রী।
পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইদানীং অধিকাংশ ছোট যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। তবে লাইটের ব্যবহার চালকের ইচ্ছেমতো যত্রতত্র সংযোজন করা হচ্ছে। রাতে এলইডি লাইটের মাত্রাতিরিক্ত রশ্মি বিপরীত দিক থেকে আসা গাড়িচালকদের ওপর প্রভাব পড়ে। এ কারণে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাখ্খারুল ইসলাম বলেন, নিয়মবহির্ভূতভাবে অনেক চালক রাতে যানবাহনে এলইডি লাইট ব্যবহার করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে বিষয়টি আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।
রাজশাহীর পুঠিয়ায় বিভিন্ন যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। এতে রাতে লাইটের তীব্র রশ্মির কারণে সড়ক ও মহাসড়কে চলাচলকারীদের পড়তে হয় দুর্ভোগে। চোখে সরাসরি আলোকরশ্মি পড়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের তদারকি না থাকায় এলইডি লাইটের ব্যবহার বাড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
অটোরিকশা ভ্যান স্ট্যান্ড মাস্টার আইউব আলী বলেন, ‘উপজেলায় ২ হাজারের বেশি ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান রয়েছে। সেই সঙ্গে আরও দুই শতাধিক লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা। এসব গাড়িতে রাতে চলাচলের জন্য সংযোজন করা হয়েছে এলইডি লাইট। সাধারণ লাইটে আলো কম হয়, এলইডি লাইটে আলো অনেক বেশি। তাই চালকেরা এলইডি লাইট ব্যবহারে বেশি আগ্রহী।
সাইদুর রহমান নামের একজন মোটরসাইকেলচালক বলেন, বর্তমানে চার্জার ভ্যান ও অটোরিকশার চালকেরা এলইডি লাইট বেশি ব্যবহার করছেন। এসব লাইট মোটরসাইকেলসহ কিছুসংখ্যক বাস ও ট্রাকেও ব্যবহার করা হচ্ছে। এই লাইট ব্যবহারে নিয়ন্ত্রণ না থাকায় সামনে থাকা যানবাহন ও পথচারীরা দুর্ভোগে পড়ে।
এলইডি লাইটের তীব্র রশ্মির কারণে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনাও ঘটছে বলে জানান সাইদুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, দিনের চেয়ে রাতে দুর্ঘটনাকবলিত রোগীর সংখ্যা বেশি। তবে দুর্ঘটনার শিকার বেশির ভাগ রোগী ছোট গাড়ির চালক ও যাত্রী।
পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ইদানীং অধিকাংশ ছোট যানবাহনে এলইডি লাইটের ব্যবহার বেড়েছে। তবে লাইটের ব্যবহার চালকের ইচ্ছেমতো যত্রতত্র সংযোজন করা হচ্ছে। রাতে এলইডি লাইটের মাত্রাতিরিক্ত রশ্মি বিপরীত দিক থেকে আসা গাড়িচালকদের ওপর প্রভাব পড়ে। এ কারণে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাখ্খারুল ইসলাম বলেন, নিয়মবহির্ভূতভাবে অনেক চালক রাতে যানবাহনে এলইডি লাইট ব্যবহার করছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তবে বিষয়টি আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব।
‘আমি যে মাপের লোক, আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়ে ফাঁসাইতি, বুড়ো অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’ সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্ট শেয়ার করেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম ফরিদ উদ্দিন। তিনি ১০ আগস্ট যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন।
১৬ মিনিট আগেরংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদের দাবির আন্দোলনের নেতার ওপর চড়াও হয়েছেন সাবেক সমন্বয়কেরা। এ সময় অনশন থেকে সরে আসা শিক্ষার্থীদের বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করেন তাঁরা। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেসাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে ৮১ লাখ ২৮ হাজার ৩৬৭ টাকা রয়েছে।
৪০ মিনিট আগেকক্সবাজারে এক মার্কিন নারীর শ্লীলতাহানির দায়ে তারিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা ও জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১)
১ ঘণ্টা আগে