Ajker Patrika

বাঘায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪: ৫৯
বাঘায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

রাজশাহীর বাঘায় তরিনা বেগম (৪০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১০টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষের বারান্দা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। 

মৃত তরিনা বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের বাসিন্দা রাজদুল ইসলামের স্ত্রী। 

স্থানীয়রা জানান, তরিনার স্বামী রাজদুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগত। এলাকার এক দোকানে ৪ হাজার টাকা বাকি করেন রাজদুল। দোকানি বাকি টাকার জন্য চাপ দেন তাঁকে। তিনি বাড়িতে ফিরে স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে না পারায় গালি দেন। সহ্য করতে না পেরে ঘরের বারান্দার আড়ার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন। 

বাঘা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বারান্দায় মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত