পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় গরু চুরির হিড়িক পড়েছে। হঠাৎ চুরির সংখ্যা বেড়ে যাওয়া রাত হলেই আতঙ্কে থাকেন খামারিরা। অনেকে আবার রাত জেগে পাহারা দিচ্ছেন গোয়াল।
তবে পুলিশ বলছে, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র গরু চুরিতে তৎপর হয়ে উঠেছে। এই চোরদের ধরতে তৎপরতা চলছে।
স্থানীয়দের তথ্যমতে, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ১৬টি গরু চুরি হয়েছে। এর মধ্যে পুঠিয়া পৌরসভা ও সদর ইউনিয়ন, ভালুকগাছি ইউনিয়ন ও জিউপাড়া এলাকায় গরু চুরির ঘটনা বেশি ঘটছে। সর্বশেষ পালোপাড়া গ্রামের ভুট্টু আলী ও তোফাজ্জল হোসেন খোকার তিনটি গরু চুরি হয়।
ধোকড়াকুল এলাকার ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, একসময় চোরেরা গরু চুরি করে হেঁটে যেত। আর এখন পিকআপ বা ট্রাক নিয়ে চুরি করে। চোরেরা গোয়াল থেকে গরু বের করার ১০-১৫ মিনিটের মধ্যে অন্য এলাকায় নিয়ে চলে যায়।
মকবুল হোসন নামের অপর একজন ক্ষুদ্র খামারি বলেন, ‘আমরা গ্রামের মানুষ। পরিবারের সচ্ছলতা আনতে দুই-একটি করে গরু-ছাগল লালন-পালন করি। আবার অনেকের একমাত্র উপার্জন বলতে গরু। সারা দিন পরিশ্রম করে আমরা রাতে ঘুমাই। সেই সুযোগে চোরেরা গরুগুলো চুরি করে আমাদের নিঃস্ব করে দেয়।’
মকবুল হোসেন আরও বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে। এই আতঙ্কে বেশির ভাগ গরুর মালিকেরা রাত জেগে গোয়াল পাহারা দিচ্ছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সামনে কোরবানির ঈদ। আর ঈদ সামনে রেখে হঠাৎ গরু চুরির ঘটনা বেড়েছে। চুরি প্রতিরোধে রাতে পুলিশের অতিরিক্ত দুটি চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে পুলিশের টহল বাড়ানো হচ্ছে।
চুরি প্রতিরোধে বিভিন্ন এলাকায় আলোচনাসভার পাশাপাশি সবাইকে সচেতন ও সহযোগিতা করতে বলা হচ্ছে বলেও জানান ওসি।
রাজশাহীর পুঠিয়ায় গরু চুরির হিড়িক পড়েছে। হঠাৎ চুরির সংখ্যা বেড়ে যাওয়া রাত হলেই আতঙ্কে থাকেন খামারিরা। অনেকে আবার রাত জেগে পাহারা দিচ্ছেন গোয়াল।
তবে পুলিশ বলছে, সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র গরু চুরিতে তৎপর হয়ে উঠেছে। এই চোরদের ধরতে তৎপরতা চলছে।
স্থানীয়দের তথ্যমতে, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ১৬টি গরু চুরি হয়েছে। এর মধ্যে পুঠিয়া পৌরসভা ও সদর ইউনিয়ন, ভালুকগাছি ইউনিয়ন ও জিউপাড়া এলাকায় গরু চুরির ঘটনা বেশি ঘটছে। সর্বশেষ পালোপাড়া গ্রামের ভুট্টু আলী ও তোফাজ্জল হোসেন খোকার তিনটি গরু চুরি হয়।
ধোকড়াকুল এলাকার ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, একসময় চোরেরা গরু চুরি করে হেঁটে যেত। আর এখন পিকআপ বা ট্রাক নিয়ে চুরি করে। চোরেরা গোয়াল থেকে গরু বের করার ১০-১৫ মিনিটের মধ্যে অন্য এলাকায় নিয়ে চলে যায়।
মকবুল হোসন নামের অপর একজন ক্ষুদ্র খামারি বলেন, ‘আমরা গ্রামের মানুষ। পরিবারের সচ্ছলতা আনতে দুই-একটি করে গরু-ছাগল লালন-পালন করি। আবার অনেকের একমাত্র উপার্জন বলতে গরু। সারা দিন পরিশ্রম করে আমরা রাতে ঘুমাই। সেই সুযোগে চোরেরা গরুগুলো চুরি করে আমাদের নিঃস্ব করে দেয়।’
মকবুল হোসেন আরও বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় গরু চুরির হিড়িক পড়েছে। এই আতঙ্কে বেশির ভাগ গরুর মালিকেরা রাত জেগে গোয়াল পাহারা দিচ্ছেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সামনে কোরবানির ঈদ। আর ঈদ সামনে রেখে হঠাৎ গরু চুরির ঘটনা বেড়েছে। চুরি প্রতিরোধে রাতে পুলিশের অতিরিক্ত দুটি চেকপোস্ট বসানো হয়েছে। সেই সঙ্গে পুলিশের টহল বাড়ানো হচ্ছে।
চুরি প্রতিরোধে বিভিন্ন এলাকায় আলোচনাসভার পাশাপাশি সবাইকে সচেতন ও সহযোগিতা করতে বলা হচ্ছে বলেও জানান ওসি।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে