নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি শহিদুল ইসলাম টুটুল (৪৩) রাজশাহী নগরের ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টারের বাসিন্দা। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের আগেই শুধু মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও শরীফ উদ্দিন।
এজাহারে উল্লেখ করা হয়, ‘গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাঁকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি শরীফ উদ্দিনকে বলেন, রাতেই টাকা দিতে হবে। কোনো রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। শরীফ উদ্দিনের অবস্থান ও চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে। এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তাঁর লোক গিয়ে টাকা নিয়ে আসবে।
বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা করার পরই তথ্যপ্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না ডিবি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওসি মতিয়ার রহমানও শহিদুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি শহিদুল ইসলাম টুটুল (৪৩) রাজশাহী নগরের ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টারের বাসিন্দা। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের আগেই শুধু মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও শরীফ উদ্দিন।
এজাহারে উল্লেখ করা হয়, ‘গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাঁকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি শরীফ উদ্দিনকে বলেন, রাতেই টাকা দিতে হবে। কোনো রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। শরীফ উদ্দিনের অবস্থান ও চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে। এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তাঁর লোক গিয়ে টাকা নিয়ে আসবে।
বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা করার পরই তথ্যপ্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না ডিবি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওসি মতিয়ার রহমানও শহিদুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।
ডিএনসিসি জানিয়েছে, টাইফয়েড জ্বর প্রতিরোধে সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে আজ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) ১২ লাখ ৯৪ হাজার ৬৯ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী ও কমিউনিটি পর্যায়ে ৬৫৬টি...
১৩ মিনিট আগেলালমিয়া বলেন, ‘আমি প্রতিবন্ধী মানুষ। কিছুই করতে পারি না। ঝড়ে ঘরটা একেবারে উড়ে গেছে। এখন থাকার জায়গা নাই। টাকার অভাবে ঘর মেরামত করতে পারছি না। সাত দিন ধরে খোলা আকাশের নিচে আছি। কেউ যদি সাহায্য করে, তাহলে ঘরবাড়ি মেরামত করতে পারব।’
১৯ মিনিট আগেবিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ সারজিস আলম বলেন, ‘একবার নয়, দুইবার নয়, এবার নিয়ে তিনবার এনসিপির অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। নেসকোর যে মালিক, তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে—এনসিপির প্রোগ্রামের সময় এটা হয় কেন? যারা এই কাজ করেছে, মূলত রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নেব।
২৭ মিনিট আগেঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির রাজনীতিতে তীব্র অভ্যন্তরীণ সংঘাত দেখা দিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে ফেরার পথে দলের এক মনোনয়নপ্রত্যাশী নেতার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে