নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি শহিদুল ইসলাম টুটুল (৪৩) রাজশাহী নগরের ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টারের বাসিন্দা। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের আগেই শুধু মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও শরীফ উদ্দিন।
এজাহারে উল্লেখ করা হয়, ‘গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাঁকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি শরীফ উদ্দিনকে বলেন, রাতেই টাকা দিতে হবে। কোনো রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। শরীফ উদ্দিনের অবস্থান ও চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে। এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তাঁর লোক গিয়ে টাকা নিয়ে আসবে।
বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা করার পরই তথ্যপ্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না ডিবি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওসি মতিয়ার রহমানও শহিদুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি শহিদুল ইসলাম টুটুল (৪৩) রাজশাহী নগরের ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টারের বাসিন্দা। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের আগেই শুধু মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও শরীফ উদ্দিন।
এজাহারে উল্লেখ করা হয়, ‘গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাঁকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি শরীফ উদ্দিনকে বলেন, রাতেই টাকা দিতে হবে। কোনো রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। শরীফ উদ্দিনের অবস্থান ও চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে। এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তাঁর লোক গিয়ে টাকা নিয়ে আসবে।
বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা করার পরই তথ্যপ্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না ডিবি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওসি মতিয়ার রহমানও শহিদুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।
রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় নাজমুল ইসলাম (৪৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রামপুরা ব্রিজের ওপরে ঘটনাটি ঘটে।
২৪ মিনিট আগেচট্টগ্রামের খুলশী থানা-পুলিশ অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়্যারলেস বার্তা ফাঁস করার অভিযোগে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত অমি দাশ পুলিশ টেলিটক ইউনিটের কনস্টেবল।
১ ঘণ্টা আগেযশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে অভিযুক্ত যুবকের পুরুষাঙ্গ কেটে নিজেকে ধর্ষণের হাত থেকে রক্ষা করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে শার্শা থানা-পুলিশ অভিযুক্ত ধর্ষণচেষ্টাকারী মুবায়দুল রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে। তিনি শার্শার পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
২ ঘণ্টা আগেসিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধ বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারা যাচ্ছে বিলের মাছ। গত কয়েক দিন ধরে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে থাকে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষি আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর
২ ঘণ্টা আগে