Ajker Patrika

একটি দলের কর্মী পরিচয়ে রাসিকের সিইওর কাছে চাঁদা চাওয়া ব্যক্তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫: ৩৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এ বি এম শরীফ উদ্দিনকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তি শহিদুল ইসলাম টুটুল (৪৩) রাজশাহী নগরের ছোট বনগ্রাম হাউজিং কোয়ার্টারের বাসিন্দা। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারের আগেই শুধু মোবাইল নম্বর উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মামলা করেন রাসিকের সিইও শরীফ উদ্দিন।

এজাহারে উল্লেখ করা হয়, ‘গত সোমবার (১৬ ডিসেম্বর) ওই ব্যক্তি তাঁকে ফোন করে একটি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বলে পরিচয় দেন। এরপর তিনি পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফোন করা ব্যক্তি শরীফ উদ্দিনকে বলেন, রাতেই টাকা দিতে হবে। কোনো রকম চালাকি করলে বাড়ি-গাড়ি সব জ্বালিয়ে দেওয়া হবে। শরীফ উদ্দিনের অবস্থান ও চলাফেরা সব সময় নজরদারি করা হচ্ছে। এত টাকা কারও কাছে নগদ থাকে না জানালে ফোন করা ব্যক্তি বলেন, কিছু কম দিলেও হবে। টাকা যেন বাড়ির দারোয়ানের কাছে রাখা হয়। রাতে তাঁর লোক গিয়ে টাকা নিয়ে আসবে।

বিষয়টি নিয়ে কথা বলতে রাসিকের সিইও শরীফ উদ্দিনকে ফোন করা হলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।

ডিবি পুলিশ জানিয়েছে, চন্দ্রিমা থানায় মামলা করার পরই তথ্যপ্রযুক্তির সাহায্যে শহিদুল ইসলাম টুটুলকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। শহিদুল পেশায় গাড়িচালক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না ডিবি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। জিজ্ঞাসাবাদ শেষে আজই তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে পাঠানো হয়েছে। আসামিও গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ওসি মতিয়ার রহমানও শহিদুলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই জাতীয় সনদ: গণভোটের সময়ে অনড় জামায়াত-এনসিপি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক

লন্ডনে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজখবর নিয়েছিলেন রোজিনা

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

গাজায় অবস্থান পুনরুদ্ধার করছে হামাস, ইসরায়েলপন্থীদের দিচ্ছে শাস্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত