Ajker Patrika

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী গৃহকর্মী, বাবা-ছেলে কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২১: ২৯
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় এক কিশোরী গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত দুজন হলেন সলঙ্গা থানার চড়িয়া কান্দিপাড়ার জমসের ফকির (৬৫) ও তাঁর ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সলঙ্গা থানা আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তামান্না ইয়াসমিন বলেন, ধর্ষণ মামলায় বিকেলে বাবা-ছেলেকে আদালতে হাজির করে পুলিশ। পারে বিচারক মো. ওবায়দুল হক রুমি তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, ১৫ বছর বয়সী ওই কিশোরী সাড়ে ছয় বছর ধরে জমসের ফকিরের বাড়িতে গৃহকর্মীর কাজ করছিল। জমসের ও তাঁর ছেলে মুক্তা নিয়মিত ওই কিশোরীকে ধর্ষণ করতেন। বিষয়টি যেন গোপন থাকে, এ জন্য তাকে ভয়ভীতি দেখানো হতো। ভয়ে ওই কিশোরীও কাউকে কিছু বলেনি। যে কারণে এত দিন ঘটনাটি গোপন ছিল। সম্প্রতি ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তার পরিবার জানতে পারে। পরে কিশোরীর মা বাদী হয়ে আজ মঙ্গলবার সকালে জমসের ও মুক্তার নামে পৃথক দুটি মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত