নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে চাঁদা না পেয়ে নুরুল বাসার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় অভিযুক্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চন্দ্রিমা থানার হাজরাপুকুর নতুন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুরুল বাসারের পরিবারের সদস্যদের দাবি, সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই স্থানীয় কিছু যুবক—জয়, রবিউল, কানন, আশরাফুল ছোট সাব্বির, ঢাকাইয়া হৃদয়সহ আরও কয়েকজন একটি রাজনৈতিক দলের নেতা-কর্মী সেজে চাঁদা দাবি করছিলেন।
তারা জানান, নুরুল বাসার চাঁদা না দিলে বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে এসে হামলা চালায় কথিত নেতা-কর্মীরা। হামলাকারীরা ব্যবসায়ী নুরুল বাসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে দোকান ভাঙচুর করে। তাঁরা দোকানে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও কিছু মুরগি লুট করে নিয়ে যায়। আর ডিমগুলো রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়।
খবর পেয়ে নুরুল বাসারের ভাই সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেসময় তাঁদের হাসপাতালে যেতে বাধা দিয়ে আবারও মারধর করা হয়। তাদের বাড়িতেও ভাঙচুর করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত নুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ুর রহমান বলেন, ‘ওই ব্যবসায়ী জখম হয়েছেন এমন ছবি দেখেছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় থানায় আসতে পারেননি।’
ওসি আরও বলেন, কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, তা তিনি নিশ্চিত নন। তদন্তের পর এটা জানা যাবে। তিনি অভিযুক্ত কারও রাজনৈতিক পরিচয় সম্পর্কেও কিছু জানেন না।
রাজশাহীতে চাঁদা না পেয়ে নুরুল বাসার নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালায় অভিযুক্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চন্দ্রিমা থানার হাজরাপুকুর নতুন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহতাবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নুরুল বাসারের পরিবারের সদস্যদের দাবি, সাবেক আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই স্থানীয় কিছু যুবক—জয়, রবিউল, কানন, আশরাফুল ছোট সাব্বির, ঢাকাইয়া হৃদয়সহ আরও কয়েকজন একটি রাজনৈতিক দলের নেতা-কর্মী সেজে চাঁদা দাবি করছিলেন।
তারা জানান, নুরুল বাসার চাঁদা না দিলে বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে এসে হামলা চালায় কথিত নেতা-কর্মীরা। হামলাকারীরা ব্যবসায়ী নুরুল বাসারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে দোকান ভাঙচুর করে। তাঁরা দোকানে থাকা প্রায় ৪০ হাজার টাকা ও কিছু মুরগি লুট করে নিয়ে যায়। আর ডিমগুলো রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়।
খবর পেয়ে নুরুল বাসারের ভাই সেখানে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেসময় তাঁদের হাসপাতালে যেতে বাধা দিয়ে আবারও মারধর করা হয়। তাদের বাড়িতেও ভাঙচুর করা হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত নুরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ুর রহমান বলেন, ‘ওই ব্যবসায়ী জখম হয়েছেন এমন ছবি দেখেছি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা চিকিৎসার জন্য ব্যস্ত থাকায় থানায় আসতে পারেননি।’
ওসি আরও বলেন, কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, তা তিনি নিশ্চিত নন। তদন্তের পর এটা জানা যাবে। তিনি অভিযুক্ত কারও রাজনৈতিক পরিচয় সম্পর্কেও কিছু জানেন না।
হবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৪ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
৭ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১০ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদী থেকে আবির ইসলাম নামে (১০) এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাবেয়া মোড়ের কাছে নদীর ব্রিজের দক্ষিণ দিক থেকে লাশটি উদ্ধার করেন সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
১১ মিনিট আগে