Ajker Patrika

দিনভর বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
দিনভর বৃষ্টিতে ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রবল বৃষ্টি ও বাতাসে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ইটভাটাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকদের লাখ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়। 

সরেজমিনে উপজেলার বাগজানা ইউপির আটাপাড়া রেলগেট এলাকায় বিবিসি ও মেসার্স লিটন বিক্রস ভাটায় দেখা যায়, রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে। এ ছাড়া আগুনে পোড়ানোর আগে শুকানো সারিবদ্ধ করে রাখা ইটগুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।

মেসার্স লিটন বিক্রসের মালিক আনিছুর রহমান লিটন বলেন, বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ২৫-৩০ লাখ টাকার ইট নষ্ট হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে এ বছর আর ভাটা চালু করা সম্ভব হবে না। 

অপরদিকে ভোরবেলা থেকে এমন বৃষ্টি ও বাতাসে খেটে খাওয়া মানুষেরাও বাড়ির বাইরে যেতে পারছে না। রাস্তায় তেমন বাস-ট্রাক, ভ্যান-রিকশা ও জনসাধারণ চলাচল করছে না বাজার-ঘাটগুলোও জনশূন্য। মুঠোফোনে জানা যায়, দেশের উত্তরের প্রায় সব জেলাগুলোতেই এমন বৃষ্টি ও বাতাস হচ্ছে। 

উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল হাকিম মন্ডল বলেন, বৃষ্টির পানিতে উপজেলার ১৩টি ভাটারই ব্যাপক ক্ষতি হয়েছে। 

সভাপতি আরও বলেন, কয়লার দাম আগের চেয়ে দ্বিগুণ আর শ্রমিক ও মাটির দামও বেশী এত কিছুর মধ্যেও আমরা ভাটাগুলো সচল রেখে ছিলাম কিন্তু বৃষ্টিতে অনেক ক্ষতি হল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত