পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রবল বৃষ্টি ও বাতাসে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ইটভাটাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকদের লাখ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়।
সরেজমিনে উপজেলার বাগজানা ইউপির আটাপাড়া রেলগেট এলাকায় বিবিসি ও মেসার্স লিটন বিক্রস ভাটায় দেখা যায়, রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে। এ ছাড়া আগুনে পোড়ানোর আগে শুকানো সারিবদ্ধ করে রাখা ইটগুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।
মেসার্স লিটন বিক্রসের মালিক আনিছুর রহমান লিটন বলেন, বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ২৫-৩০ লাখ টাকার ইট নষ্ট হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে এ বছর আর ভাটা চালু করা সম্ভব হবে না।
অপরদিকে ভোরবেলা থেকে এমন বৃষ্টি ও বাতাসে খেটে খাওয়া মানুষেরাও বাড়ির বাইরে যেতে পারছে না। রাস্তায় তেমন বাস-ট্রাক, ভ্যান-রিকশা ও জনসাধারণ চলাচল করছে না বাজার-ঘাটগুলোও জনশূন্য। মুঠোফোনে জানা যায়, দেশের উত্তরের প্রায় সব জেলাগুলোতেই এমন বৃষ্টি ও বাতাস হচ্ছে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল হাকিম মন্ডল বলেন, বৃষ্টির পানিতে উপজেলার ১৩টি ভাটারই ব্যাপক ক্ষতি হয়েছে।
সভাপতি আরও বলেন, কয়লার দাম আগের চেয়ে দ্বিগুণ আর শ্রমিক ও মাটির দামও বেশী এত কিছুর মধ্যেও আমরা ভাটাগুলো সচল রেখে ছিলাম কিন্তু বৃষ্টিতে অনেক ক্ষতি হল।
প্রবল বৃষ্টি ও বাতাসে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ইটভাটাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মালিকদের লাখ লাখ টাকার ক্ষতির হয়েছে বলে জানা গেছে। আজ শুক্রবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়।
সরেজমিনে উপজেলার বাগজানা ইউপির আটাপাড়া রেলগেট এলাকায় বিবিসি ও মেসার্স লিটন বিক্রস ভাটায় দেখা যায়, রোদে শুকাতে দেওয়া কাঁচা ইটগুলো বৃষ্টির পানির নিচে ডুবে আছে। এ ছাড়া আগুনে পোড়ানোর আগে শুকানো সারিবদ্ধ করে রাখা ইটগুলোও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে।
মেসার্স লিটন বিক্রসের মালিক আনিছুর রহমান লিটন বলেন, বৃষ্টির কারণে আমার ভাটার প্রায় ২৫-৩০ লাখ টাকার ইট নষ্ট হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে এ বছর আর ভাটা চালু করা সম্ভব হবে না।
অপরদিকে ভোরবেলা থেকে এমন বৃষ্টি ও বাতাসে খেটে খাওয়া মানুষেরাও বাড়ির বাইরে যেতে পারছে না। রাস্তায় তেমন বাস-ট্রাক, ভ্যান-রিকশা ও জনসাধারণ চলাচল করছে না বাজার-ঘাটগুলোও জনশূন্য। মুঠোফোনে জানা যায়, দেশের উত্তরের প্রায় সব জেলাগুলোতেই এমন বৃষ্টি ও বাতাস হচ্ছে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল হাকিম মন্ডল বলেন, বৃষ্টির পানিতে উপজেলার ১৩টি ভাটারই ব্যাপক ক্ষতি হয়েছে।
সভাপতি আরও বলেন, কয়লার দাম আগের চেয়ে দ্বিগুণ আর শ্রমিক ও মাটির দামও বেশী এত কিছুর মধ্যেও আমরা ভাটাগুলো সচল রেখে ছিলাম কিন্তু বৃষ্টিতে অনেক ক্ষতি হল।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
৪ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৪ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
৪ ঘণ্টা আগে