নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে বসে অশোভন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নওগাঁর মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা (৪০)। তাঁর বাড়ি রাজশাহী নগরের কেশবপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে সকালে ভুক্তভোগী ছাত্রী নগরের রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশায় তাঁর সামনে বসেছিলেন রানা। তিনি বারবার ওই ছাত্রীর পায়ের সঙ্গে নিজের পা স্পর্শ করছিলেন এবং একপর্যায়ে তার নিজের গোপনাঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ শুরু করেন।
ওই ছাত্রী রানার এমন কর্মকাণ্ডের ভিডিও করে প্রকাশ করেন নিজের ফেসবুক আইডিতে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। রানাকে চিনতে পেরে সন্ধ্যায় ছাত্র-জনতা তাঁর বাড়ি গিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান রানা।
বুধবার দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ছাত্র-জনতা বাড়ি ঘেরাও করলে রানা তাঁর স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ডিবি পুলিশ তাঁকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ ব্যাপারে শ্লীলতাহানির অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া রানা এর আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
রাজশাহীতে অটোরিকশায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীর সামনে বসে অশোভন আচরণ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে নওগাঁর মান্দা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রানা (৪০)। তাঁর বাড়ি রাজশাহী নগরের কেশবপুর এলাকায়। তাঁর বিরুদ্ধে সকালে ভুক্তভোগী ছাত্রী নগরের রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের ওই ছাত্রী মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। অটোরিকশায় তাঁর সামনে বসেছিলেন রানা। তিনি বারবার ওই ছাত্রীর পায়ের সঙ্গে নিজের পা স্পর্শ করছিলেন এবং একপর্যায়ে তার নিজের গোপনাঙ্গে হাত দিয়ে অশোভন আচরণ শুরু করেন।
ওই ছাত্রী রানার এমন কর্মকাণ্ডের ভিডিও করে প্রকাশ করেন নিজের ফেসবুক আইডিতে। এরপর বিষয়টি ভাইরাল হয়ে যায়। রানাকে চিনতে পেরে সন্ধ্যায় ছাত্র-জনতা তাঁর বাড়ি গিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় বাড়ির পেছনের দরজা দিয়ে স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান রানা।
বুধবার দুপুরে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, ছাত্র-জনতা বাড়ি ঘেরাও করলে রানা তাঁর স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান। তাঁকে ধরতে রাতভর নগরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ডিবি পুলিশ তাঁকে নওগাঁর মান্দা থেকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ ব্যাপারে শ্লীলতাহানির অভিযোগে রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ছাড়া রানা এর আগেও এমন কোনো ঘটনা ঘটিয়েছেন কি না, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
নিম্নমানের তামাটে পচা চাল কিনে সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহীর ভবানীগঞ্জ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।
২ মিনিট আগেউপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে আটক ৩৬ জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার ২৭ জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড দেন। এ ছাড়া ৯ জেলেকে ৫ হাজার করে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
১৩ মিনিট আগেকিশোরগঞ্জের অষ্টগ্রামে ডিসি সড়কের আশ্রম সেতুর পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালীবাড়ি আশ্রম এলাকায় এই ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেপুলিশের বাধার কারণে এবার পুরান ঢাকার গেন্ডারিয়াতেও ‘শরৎ উৎসব ১৪৩২’ আয়োজন করতে পারেনি সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় এই উৎসব হওয়ার কথা ছিল। তবে ‘অনেকের আপত্তি’ ও ‘গন্ডগোলের আশঙ্কা’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় সত্যেন...
১ ঘণ্টা আগে