Ajker Patrika

মান্দায় মারধরে আহত চিকিৎসাধীন ড্রেনম্যানের মৃত্যু 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২৪, ১৯: ০১
মান্দায় মারধরে আহত চিকিৎসাধীন ড্রেনম্যানের মৃত্যু 

নওগাঁর মান্দায় মারধরে আহত গভীর নলকূপের ড্রেনম্যান রমজান আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রমজান আলী উপজেলার গনেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দপুর মৌজায় স্থাপিত একটি গভীর নলকূপে ড্রেনম্যানের কাজ করতেন।

স্থানীয়রা জানান, বোরো ধানের জমির সেচ ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক খাইরুল ইসলাম ও তাঁর লোকজন গত শনিবার বিকেলে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ড্রেনম্যান রমজান আলীকে জখম করেন।

তাঁকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ড্রেনম্যান নিহতের ঘটনায় তাঁর ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় খাইরুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

ওসি আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত