মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় মারধরে আহত গভীর নলকূপের ড্রেনম্যান রমজান আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রমজান আলী উপজেলার গনেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দপুর মৌজায় স্থাপিত একটি গভীর নলকূপে ড্রেনম্যানের কাজ করতেন।
স্থানীয়রা জানান, বোরো ধানের জমির সেচ ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক খাইরুল ইসলাম ও তাঁর লোকজন গত শনিবার বিকেলে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ড্রেনম্যান রমজান আলীকে জখম করেন।
তাঁকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ড্রেনম্যান নিহতের ঘটনায় তাঁর ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় খাইরুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নওগাঁর মান্দায় মারধরে আহত গভীর নলকূপের ড্রেনম্যান রমজান আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বুধবার ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রমজান আলী উপজেলার গনেশপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি সৈয়দপুর মৌজায় স্থাপিত একটি গভীর নলকূপে ড্রেনম্যানের কাজ করতেন।
স্থানীয়রা জানান, বোরো ধানের জমির সেচ ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে কৃষক খাইরুল ইসলাম ও তাঁর লোকজন গত শনিবার বিকেলে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ড্রেনম্যান রমজান আলীকে জখম করেন।
তাঁকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে পাঠানো হয়। রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ড্রেনম্যান নিহতের ঘটনায় তাঁর ছেলে মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় খাইরুল ইসলামসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও বলেন, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিমানবন্দরের উন্নয়ন কাজে হাজার কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান ও পর্যটনের সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল ৮ মে তাঁদের জিজ্ঞাসাবাদের
১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ থেকে সব আন্তনগর ট্রেন চালুসহ আট দফা দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
৪ মিনিট আগেপ্রায় ১১০০ কোটি টাকার মূল্যের সার আত্মসাতের অভিযোগে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৪ মিনিট আগেনিহত ব্যক্তির স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে আরব আলি মণ্ডল তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া ও বেধড়ক মারধর করছিলেন। এ সময় বড় ভাই আব্দুল ওহাব নিষেধ করেন। তিনি ছোট ভাইকে বোঝানোর চেষ্টা করেন, স্ত্রীকে মারধর করার দরকার নেই। শ্বশুর বাড়িতে খবর দিয়ে নিয়ে যেতে বলো। স্ত্রী যদি মারা
২০ মিনিট আগে