Ajker Patrika

আ.লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে: খাদ্যমন্ত্রী

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩৩
আ.লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে সব ধর্ম-বর্ণের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে। কারণ, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। এ জন্য গত (৭ জানুয়ারি) নির্বাচনে জনগণ সে চেতনার পক্ষে রায় দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।’ 

আজ শুক্রবার উপজেলার প্রসাদপুর রাধাগোবিন্দ জিউ মন্দিরে ধর্মীয় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজেকে অসাম্প্রদায়িক চেতনার মানুষ দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি যেখানে মন্দির নির্মাণ করেছি, তার পাশে মসজিদও নির্মাণ করে দিয়েছি। যাতে করে মানুষ নির্বিঘ্নে স্ব-স্ব ধর্ম পালন করতে পারেন।’ 

অবনি ভূষণ প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য এস এম ব্রহানী সুলতান মামুদ গামা। বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী প্রমুখ। সঞ্চালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত