পাবনা প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।
বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে পাবনায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ বুধবার বেলা ২টার পর থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে আকাশ। বেলা সাড়ে ৩টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস।
এদিকে বৃষ্টিতে বাইরে বের হওয়া সাধারণ মানুষ বিপাকে পড়েছে। খেটে খাওয়া মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটেছে। কেউবা ছাতা নিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছে।
বিকেল ৪টার দিকে শহরের শহীদ চত্বরে দেখা যায়, কয়েকজন গৃহবধূ শিশুদের প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছেন। বৃষ্টিতে আটকা পড়ে আশ্রয় নিয়েছেন পাশের দোকানের বারান্দায়। অনেক শিক্ষার্থীকে বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে দেখা গেছে। রিকশাচালকেরা পলিথিন জড়িয়ে রিকশা চালাচ্ছেন।
রাধানগর মহল্লার সালমা আক্তার নামের এক গৃহবধূ বলেন, ‘দেখলাম আকাশে মেঘ। মনে হলো বৃষ্টি হতে দেরি হবে। এর মধ্যে মেয়েটার কোচিং শেষ হয়ে যাবে। কিন্তু পথে আটকে গেলাম।’
কাজ শেষে বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন দিনমজুর ময়নাল হোসেন। বললেন, ‘বৃষ্টি আসলে আর কী করার আছে। আমাদের ঝড়ই কী, আর বৃষ্টিই বা কী। কাজ করেই খেতে হবে। কাজ না করলে পেটে ভাত জুটবে না। তাই বৃষ্টিতে ভিজেই কাজ করলাম। এখন বাড়ি যাচ্ছি।’
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে নিম্নচাপ শুরু হয়েছে। এ জন্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ রকম আরও দুই-তিন দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে পাবনা অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা নেই।’
নাজমুল হক আরও বলেন, ‘আজ পাবনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় বৃষ্টির পরিমাপ জানা যাবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে