নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে বিএনপির মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছে নেতা-কর্মীদের একাংশ। আজ সোমবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ‘বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী’ এই ব্যানারে মানববন্ধন করা হয়।
মানববন্ধনের একটি ব্যানারে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার কয়েকটি ছবি ব্যবহার করা হয়। এসব ছবিতে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তাঁকে দেখা যায়।
আরেকটিতে নগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদের ছবি দিয়ে লেখা হয়, কারাগারে থাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তাঁর সঙ্গে মোবাইলে কথা বলেন।
এ সময় বক্তারা বলেন, দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ—এমন নেতারা বিএনপির নেতৃত্ব দিতে পারেন না। নগর বিএনপি ছাড়া থানা ও ওয়ার্ড কমিটিতে রাখা হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের। বাদ পড়েছেন দলের প্রকৃত কর্মীরা।
তাঁরা বলেন, যাঁরা সাবেক মেয়র লিটনের ছত্রচ্ছায়ায় রাজনীতি করেছেন, তাঁদের দিয়ে বিএনপি পুনর্গঠন সম্ভব নয়। তাঁরা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। সব কমিটি ভেঙে দিয়ে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার আহ্বান জানান এবং তা না হলে আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপি, নগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম হারু, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, যুবদল নেতা রুহুল আমিন বাবলু প্রমুখ।
মানববন্ধনের বিষয়ে কথা বলতে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার মোবাইল ফোনে কল দিলে তাঁর ছেলে জানান, তাঁর বাবা একটি মিটিংয়ে ব্যস্ত আছেন।
এর আগে ৩ মে একই দাবিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদিন এরশাদ আলী ঈসা সাংবাদিকদের বলেন, ‘তারা বিএনপির কে? তারা কখনো খোলা আকাশের নিচে কমিটি করেছে? কোনো দিনই করেনি। তারা কমিটি করত গোপনে। আমরা খোলা আকাশের নিচে স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিটি করেছি। তাদের দাবি অনুযায়ী কমিটি বাতিলের কোনো প্রশ্নই ওঠে না।’
রাজশাহীতে বিএনপির মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছে নেতা-কর্মীদের একাংশ। আজ সোমবার নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে ‘বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী’ এই ব্যানারে মানববন্ধন করা হয়।
মানববন্ধনের একটি ব্যানারে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার কয়েকটি ছবি ব্যবহার করা হয়। এসব ছবিতে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে তাঁকে দেখা যায়।
আরেকটিতে নগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদের ছবি দিয়ে লেখা হয়, কারাগারে থাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তাঁর সঙ্গে মোবাইলে কথা বলেন।
এ সময় বক্তারা বলেন, দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ—এমন নেতারা বিএনপির নেতৃত্ব দিতে পারেন না। নগর বিএনপি ছাড়া থানা ও ওয়ার্ড কমিটিতে রাখা হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের। বাদ পড়েছেন দলের প্রকৃত কর্মীরা।
তাঁরা বলেন, যাঁরা সাবেক মেয়র লিটনের ছত্রচ্ছায়ায় রাজনীতি করেছেন, তাঁদের দিয়ে বিএনপি পুনর্গঠন সম্ভব নয়। তাঁরা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। সব কমিটি ভেঙে দিয়ে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার আহ্বান জানান এবং তা না হলে আগামী দিনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
এ সময় বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর মহিলা দলের সভানেত্রী রওশন আরা পপি, নগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহসভাপতি মাইনুল ইসলাম হারু, মহিলা দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, যুবদল নেতা রুহুল আমিন বাবলু প্রমুখ।
মানববন্ধনের বিষয়ে কথা বলতে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসার মোবাইল ফোনে কল দিলে তাঁর ছেলে জানান, তাঁর বাবা একটি মিটিংয়ে ব্যস্ত আছেন।
এর আগে ৩ মে একই দাবিতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সেদিন এরশাদ আলী ঈসা সাংবাদিকদের বলেন, ‘তারা বিএনপির কে? তারা কখনো খোলা আকাশের নিচে কমিটি করেছে? কোনো দিনই করেনি। তারা কমিটি করত গোপনে। আমরা খোলা আকাশের নিচে স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিটি করেছি। তাদের দাবি অনুযায়ী কমিটি বাতিলের কোনো প্রশ্নই ওঠে না।’
রাজশাহীর পবার বায়া এলাকায় হিমাগারে ডেকে নিয়ে তিনজনকে নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের তিন ছেলে-মেয়ে। এ নিয়ে হতাশ বাদীপক্ষ। তাদের অভিযোগ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলায় দুর্বল ধারা বসিয়েছেন।
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জে বিএনপির মিছিল থেকে শহরের যানজট নিরসনকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন। তাঁরা হলেন রাতুল দেওয়ান রিফাত ও আমির হোসাইন। বুধবার শহরের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগেসিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে এ যাবৎকালের সবচেয়ে বড় ভারতীয় গরু ও মহিষের চালান ধরা পড়েছে। আজ বুধবার (৮ অক্টোবর) সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়েছে। এ সময় ভারতীয় ২৩৭টি গরু ও ৪২টি মহিষ আটক করা হয়েছে।
২৩ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে নাটোর-পাবনা মহাসড়কের এক পাশ বন্ধ করে বনপাড়া পৌর বিএনপির সাবেক সভাপতি সানাউল্লাহ নূর বাবুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠান হয়েছে।
৩৪ মিনিট আগে