Ajker Patrika

নন্দনগাছীতে আন্তনগর এক্সপ্রেসের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নন্দনগাছিতে আন্তনগর এক্সপ্রেসের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
নন্দনগাছিতে আন্তনগর এক্সপ্রেসের স্টপেজের দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা নন্দনগাছী স্টেশনে এখন কোনো কার্যক্রম নেই। লোকাল কিংবা আন্তনগর কোনো ট্রেন থামে না। প্ল্যাটফর্মে ছাউনি থাকলেও পুরো স্টেশন এখন কার্যত পরিত্যক্ত। মাঝেমধ্যে কিছু ট্রেন কেবল ক্রসিংয়ের জন্য এখানে থামে।

সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি বলেন, ‘আমরা কয়েক দিনের মধ্যে আলোচনার জন্য একটি সময় নির্ধারণ করব। আলোচনা ফলপ্রসূ না হলে নন্দনগাছী দিয়ে আর ট্রেন চলতে দেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যাব।’

আবু সাঈদ চাঁদ আরও বলেন, এই অঞ্চলের দেড় লাখ মানুষ ঢাকা-রাজশাহী রুটে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে। অথচ এখানে স্টপেজ থাকলে উপকৃত হতেন সবাই।

বিগত সরকারের সমালোচনা করে আবু সাঈদ চাঁদ বলেন, এখানে একসময় বিনা ভোটে এমপি-মন্ত্রী ছিল। ওদের দিয়ে জনগণের কল্যাণ হবে না। নন্দনগাছী বাজারে যারা রিকশা–ভ্যানে চাঁদা তোলে, তাদের পুলিশে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার কথা শুনেছি, তবে বিস্তারিত এখনো জানি না। সব ট্রেন সময়মতো চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত