বগুড়া প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালসহ তাঁর স্ত্রী ও ছেলের নামে দুদকের মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে আজ রোববার এই মামলা করেন। মামলায় সামছুদ্দিন শেখ হেলাল, তাঁর স্ত্রী হেলেনা পারভীন ও ছেলে হোসাইন হাবীবকে আসামি করা হয়েছে।
দুদকের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, মামলায় হেলালের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আরও ১ কোটি ২ লাখ টাকার বেশি সম্পদ তাঁর দ্বিতীয় স্ত্রী স্কুলশিক্ষক আবে জমজম ওরফে নাজীর কাছে স্থানান্তরের অভিযোগও করা হয়েছে মামলায়।
দুদকের এজাহার সূত্রে আরও জানা যায়, হেলালের প্রথম স্ত্রী হেলেনা পারভীন জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৯৮৩ টাকা অর্জন করেছেন। এর মধ্যে তাঁর দেওয়া সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৯৪ হাজার ১৮৯ টাকা ভিত্তিহীন হিসাব দেন তিনি।
এ কারণে তাঁর বিরুদ্ধেও এসব অভিযোগে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়। হেলালের ছেলে হোসাইন হাবীবের বিরুদ্ধেও ২ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৪৯ টাকা অবৈধ আয়ের প্রাথমিক সত্যতা পায় দুদক। এ জন্য দুদক আইনে তাঁকেও আসামি করা হয়।
সামছুদ্দিন শেখ হেলাল বলেন, ‘দুদক আমার কাছে সম্পদ বিবরণী চেয়েছিল। আমি সম্পদ বিবরণী দাখিল করেছি। সম্পদের বিপরীতে আয়কর দেওয়া হয়।’
দুদক উপপরিচালক মনিরুজ্জামান বলেন, পরিবহন নেতা সামছুদ্দিন শেখ হেলালের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করা হয়েছে। তদন্তে অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় হেলাল, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া জেলা জাতীয় শ্রমিক লীগ ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলালসহ তাঁর স্ত্রী ও ছেলের নামে দুদকের মামলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বাদী হয়ে আজ রোববার এই মামলা করেন। মামলায় সামছুদ্দিন শেখ হেলাল, তাঁর স্ত্রী হেলেনা পারভীন ও ছেলে হোসাইন হাবীবকে আসামি করা হয়েছে।
দুদকের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, মামলায় হেলালের বিরুদ্ধে ৯ কোটি ৭২ লাখ ৪০ হাজার ৯২০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আরও ১ কোটি ২ লাখ টাকার বেশি সম্পদ তাঁর দ্বিতীয় স্ত্রী স্কুলশিক্ষক আবে জমজম ওরফে নাজীর কাছে স্থানান্তরের অভিযোগও করা হয়েছে মামলায়।
দুদকের এজাহার সূত্রে আরও জানা যায়, হেলালের প্রথম স্ত্রী হেলেনা পারভীন জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৪১ লাখ ২৩ হাজার ৯৮৩ টাকা অর্জন করেছেন। এর মধ্যে তাঁর দেওয়া সম্পদ বিবরণীতে ১৬ লাখ ৯৪ হাজার ১৮৯ টাকা ভিত্তিহীন হিসাব দেন তিনি।
এ কারণে তাঁর বিরুদ্ধেও এসব অভিযোগে দুদক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়। হেলালের ছেলে হোসাইন হাবীবের বিরুদ্ধেও ২ কোটি ৮০ লাখ ৫ হাজার ৩৪৯ টাকা অবৈধ আয়ের প্রাথমিক সত্যতা পায় দুদক। এ জন্য দুদক আইনে তাঁকেও আসামি করা হয়।
সামছুদ্দিন শেখ হেলাল বলেন, ‘দুদক আমার কাছে সম্পদ বিবরণী চেয়েছিল। আমি সম্পদ বিবরণী দাখিল করেছি। সম্পদের বিপরীতে আয়কর দেওয়া হয়।’
দুদক উপপরিচালক মনিরুজ্জামান বলেন, পরিবহন নেতা সামছুদ্দিন শেখ হেলালের অবৈধভাবে সম্পদ অর্জনের বিষয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করা হয়েছে। তদন্তে অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পাওয়ায় হেলাল, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৫ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
৩৬ মিনিট আগে