ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে মারুফ আল ইমরান (১৬) নামের এক মাদ্রাসাছাত্র। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
মারুফ উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয় চরভাঙ্গুড়া হজরত আলী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সে।
নিখোঁজের পরিবার সূত্রে জানা জানায়, গত ২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মারুফ। পরদিন সোমবার তাঁরা জানতে পারেন মারুফ মাদ্রাসায় যায়নি। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন শুরুতে ধারণা করেছিল, মারুফ হয়তো কোনো বন্ধু বা আত্মীয়স্বজনের বাড়িতে গেছে। কিন্তু সে ধরনের কোনো খবরও পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ মারুফকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত রোববার ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মারুফের চাচা আব্দুল আলিম বলেন, ‘মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মারুফ নিখোঁজ হয়েছে। এত দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ পাচ্ছি না। বাড়িতে কোনো ঝগড়াঝাঁটিও হয়নি যে অভিমান করে থাকবে। এ নিয়ে আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি।’
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ মারুফকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’
পাবনার ভাঙ্গুড়ায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে মারুফ আল ইমরান (১৬) নামের এক মাদ্রাসাছাত্র। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।
মারুফ উপজেলার চরভাঙ্গুড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয় চরভাঙ্গুড়া হজরত আলী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সে।
নিখোঁজের পরিবার সূত্রে জানা জানায়, গত ২৪ সেপ্টেম্বর রোববার বিকেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় মারুফ। পরদিন সোমবার তাঁরা জানতে পারেন মারুফ মাদ্রাসায় যায়নি। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন শুরুতে ধারণা করেছিল, মারুফ হয়তো কোনো বন্ধু বা আত্মীয়স্বজনের বাড়িতে গেছে। কিন্তু সে ধরনের কোনো খবরও পাওয়া যায়নি। এদিকে নিখোঁজ মারুফকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত রোববার ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মারুফের চাচা আব্দুল আলিম বলেন, ‘মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মারুফ নিখোঁজ হয়েছে। এত দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ পাচ্ছি না। বাড়িতে কোনো ঝগড়াঝাঁটিও হয়নি যে অভিমান করে থাকবে। এ নিয়ে আমরা পরিবারের সবাই খুব দুশ্চিন্তায় আছি।’
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ মারুফকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ইতিমধ্যে থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।’
লক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
২ ঘণ্টা আগে