শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার করতোয়া নদীর পৃথক স্থান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
ওই দুই কলেজছাত্রের নাম সামাম তাহমিদ (১৮) ও তাঁর বন্ধু সাব্বির আহমেদ শিশির (১৭)।
এদের মধ্যে তাহমিদ শেরপুর পৌর এলাকার বারোদুয়ারী পাড়ার মোজাফফর রহমানের ছেলে এবং শহরের শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। শিশির মহিপুর বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
শনিবার সকাল ১০টায় শাহবন্দেগি ইউনিয়নের ধড়মোকাম পূর্ব পাড়া এলাকার করতোয়া নদী থেকে পুলিশ তাহমিদের মরদেহ উদ্ধার করে। পরে দুপুর দেড়টায় করতোয়া নদীর গোপালপুর এলাকা থেকে শিশিরের মরদেহ উদ্ধার করা হয়।
তাঁদের দুজনের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তাহমিদ বাসা থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বের হন। অপর দিকে শিশিরও প্রাইভেট শিক্ষকের বেতনের কথা বলে সাত হাজার টাকার জন্য চাপ দেয়। কিন্তু টাকা না দিলে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন তাঁরা অনেক রাতে তাহমিদের বাসায় ফিরে এক সঙ্গে ঘুমাতে যায়।
পরের দিন শুক্রবার সকালে দুজনেই খেলার জন্য শেরপুর আলিয়া মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে বের হন। এরপরে তাঁরা আর বাসায় ফেরেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে সকাল ১০টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের পূর্ব পাশে করতোয়া নদীর তীরে তাহমিদের মোবাইল ফোন ও শিশিরের ব্যাগ পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পরেও তাঁদের সন্ধান পায়নি পরিবার। তাঁরা দুজনেই সাঁতার জানত না বলে পরিবারের সদস্যরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক তাহমিদের প্রতিবেশী ও বন্ধুরা জানান, তাঁরা দুজনেই নিয়মিত নেশা করতেন। বৃহস্পতিবারেও তাঁরা বন্ধুদের নিয়ে অনেক রাত পর্যন্ত পার্টি করেছেন। নিখোঁজ হওয়ার দিন বিকেলে তাঁরা বগুড়া শহরেও গিয়েছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার থেকে তাহমিদ ও শিশির নিখোঁজ হন। তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আজ শনিবার তাঁদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে শেরপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার করতোয়া নদীর পৃথক স্থান থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। গত শুক্রবার থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।
ওই দুই কলেজছাত্রের নাম সামাম তাহমিদ (১৮) ও তাঁর বন্ধু সাব্বির আহমেদ শিশির (১৭)।
এদের মধ্যে তাহমিদ শেরপুর পৌর এলাকার বারোদুয়ারী পাড়ার মোজাফফর রহমানের ছেলে এবং শহরের শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। শিশির মহিপুর বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
শনিবার সকাল ১০টায় শাহবন্দেগি ইউনিয়নের ধড়মোকাম পূর্ব পাড়া এলাকার করতোয়া নদী থেকে পুলিশ তাহমিদের মরদেহ উদ্ধার করে। পরে দুপুর দেড়টায় করতোয়া নদীর গোপালপুর এলাকা থেকে শিশিরের মরদেহ উদ্ধার করা হয়।
তাঁদের দুজনের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তাহমিদ বাসা থেকে পাঁচ হাজার টাকা নিয়ে বের হন। অপর দিকে শিশিরও প্রাইভেট শিক্ষকের বেতনের কথা বলে সাত হাজার টাকার জন্য চাপ দেয়। কিন্তু টাকা না দিলে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। সেদিন তাঁরা অনেক রাতে তাহমিদের বাসায় ফিরে এক সঙ্গে ঘুমাতে যায়।
পরের দিন শুক্রবার সকালে দুজনেই খেলার জন্য শেরপুর আলিয়া মাদ্রাসা মাঠের উদ্দেশ্যে বের হন। এরপরে তাঁরা আর বাসায় ফেরেননি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে সকাল ১০টার দিকে আলিয়া মাদ্রাসা মাঠের পূর্ব পাশে করতোয়া নদীর তীরে তাহমিদের মোবাইল ফোন ও শিশিরের ব্যাগ পাওয়া যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও পরেও তাঁদের সন্ধান পায়নি পরিবার। তাঁরা দুজনেই সাঁতার জানত না বলে পরিবারের সদস্যরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক তাহমিদের প্রতিবেশী ও বন্ধুরা জানান, তাঁরা দুজনেই নিয়মিত নেশা করতেন। বৃহস্পতিবারেও তাঁরা বন্ধুদের নিয়ে অনেক রাত পর্যন্ত পার্টি করেছেন। নিখোঁজ হওয়ার দিন বিকেলে তাঁরা বগুড়া শহরেও গিয়েছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার থেকে তাহমিদ ও শিশির নিখোঁজ হন। তবে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আজ শনিবার তাঁদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে শেরপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
৯ মিনিট আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি দায়ের করা হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে জানি
১৮ মিনিট আগেভোলার বোরহানউদ্দিনে বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
২১ মিনিট আগে