Ajker Patrika

ধামইরহাটে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হলেন আজাহার, ভাইস চেয়ারম্যান ২ নতুন মুখ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১৪: ৫৬
ধামইরহাটে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান হলেন আজাহার, ভাইস চেয়ারম্যান ২ নতুন মুখ

নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আজাহার আলী। এ ছাড়া প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আনজুয়ারা বেগম।

গতকাল বুধবার রাত ১১টায় ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফল বেসরকারি ভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাহার আলী (আনারস প্রতীক) পেয়েছেন ৪৬ হাজার ৮৫৫ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওসমান আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১২ হাজার ৭৬২ ভোট। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম (টিয়া পাখি প্রতীক) ৩৯ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সোহেল রানা (উড়োজাহাজ প্রতীক) ৩২ হাজার ২৬ ভোট পেয়েছেন।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা (হাঁস প্রতীক) পেয়েছেন ৪৮ হাজার ৯২৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সমর্থক সাবিনা এক্কা (কলস প্রতীক) পেয়েছেন ২০ হাজার ১০৬ ভোট।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত