নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীর বহুলে আলোচিত নারী আয়েশা আক্তার লিজাকে (৩৮) চাঁদাবাজির একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের পেশকার আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আয়েশা আক্তার লিজা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লিজা রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রাক্তন স্ত্রী। এমপির সঙ্গে প্রেম, পরে বিবাহবিচ্ছেদ এবং ‘সুদের কারবার’ নিয়ে রাজশাহীতে বহুল আলোচিত এই নারী।
লিজাকে প্রভাস চন্দ্র সরকার নামে এক ব্যক্তির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রভাস ‘এটিএন ইমার্ট’-এর রাজশাহী বিভাগীয় সুপার ডিলার। ১৮ ফেব্রুয়ারি নগরীর বোয়ালিয়া থানায় আসামি লিজার বিরুদ্ধে এই চাঁদাবাজি মামলা করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়, প্রভাস চন্দ্র সরকার লিজার কাছ থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে এক লাখ টাকা নেন। টাকা দেওয়ার সময় লিজা প্রভাসের কাছ থেকে ৩০০ টাকা মূল্যমানের সই করা স্ট্যাম্প নিয়ে রাখেন।
পরে গত ৭ জানুয়ারি তিনি টাকা ফেরত দেন। কিন্তু লিজা তাঁকে তাঁর সই করা স্ট্যাম্প ফেরত দেননি। তিনি পরে স্ট্যাম্প ফেরত দেবেন বলে জানান।
পরবর্তী সময় লিজার কাছ থেকে স্ট্যাম্প চাইলে তিনি আবার এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে স্ট্যাম্প দেবেন না বলে জানিয়ে দেন। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি লিজা স্ট্যাম্প ফেরত দেবেন না বলে জানিয়ে দেন।
এ ছাড়া প্রভাসের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি। এ অবস্থায় প্রভাস চন্দ্র সরকারই থানায় গিয়ে লিজাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।
রাজশাহীর বহুলে আলোচিত নারী আয়েশা আক্তার লিজাকে (৩৮) চাঁদাবাজির একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক ফয়সাল তারেক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের পেশকার আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আয়েশা আক্তার লিজা আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
লিজা রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রাক্তন স্ত্রী। এমপির সঙ্গে প্রেম, পরে বিবাহবিচ্ছেদ এবং ‘সুদের কারবার’ নিয়ে রাজশাহীতে বহুল আলোচিত এই নারী।
লিজাকে প্রভাস চন্দ্র সরকার নামে এক ব্যক্তির মামলায় কারাগারে পাঠানো হয়েছে। প্রভাস ‘এটিএন ইমার্ট’-এর রাজশাহী বিভাগীয় সুপার ডিলার। ১৮ ফেব্রুয়ারি নগরীর বোয়ালিয়া থানায় আসামি লিজার বিরুদ্ধে এই চাঁদাবাজি মামলা করেন তিনি।
মামলার এজাহারে বলা হয়, প্রভাস চন্দ্র সরকার লিজার কাছ থেকে গত বছরের সেপ্টেম্বর মাসে এক লাখ টাকা নেন। টাকা দেওয়ার সময় লিজা প্রভাসের কাছ থেকে ৩০০ টাকা মূল্যমানের সই করা স্ট্যাম্প নিয়ে রাখেন।
পরে গত ৭ জানুয়ারি তিনি টাকা ফেরত দেন। কিন্তু লিজা তাঁকে তাঁর সই করা স্ট্যাম্প ফেরত দেননি। তিনি পরে স্ট্যাম্প ফেরত দেবেন বলে জানান।
পরবর্তী সময় লিজার কাছ থেকে স্ট্যাম্প চাইলে তিনি আবার এক লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে স্ট্যাম্প দেবেন না বলে জানিয়ে দেন। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি লিজা স্ট্যাম্প ফেরত দেবেন না বলে জানিয়ে দেন।
এ ছাড়া প্রভাসের বিরুদ্ধে মামলা করারও হুমকি দেন তিনি। এ অবস্থায় প্রভাস চন্দ্র সরকারই থানায় গিয়ে লিজাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।
নিপোর্ট যশোরের মনিরামপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাঁকে বদলি করা হয়েছে। তুহিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি আজকের পত্রিকার ছাপা সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।
৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হওয়ার পর উদ্যানসংলগ্ন এলাকাজুড়ে নিরাপত্তাহীনতা ঘিরে উঠেছে প্রবল উদ্বেগ। এ ঘটনার পরপরই উদ্যান ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে। সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ রাত
২২ মিনিট আগেডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগেবিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আরও ২৭ জন জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে তারা কারামুক্ত হন।
৪০ মিনিট আগে