Ajker Patrika

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ৩০ জুন ২০২৪, ১৪: ৩৮
রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা নাদিম মোস্তফা (৫৮) মারা গেছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছোট ভাই সাইদ হাসান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নাদিম মোস্তফা হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকার বাসায় আজ রোববার সকালে তিনি নাশতা করেন। এরপর অসুস্থতা বোধ করেন। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নাদিম মোস্তফা বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজশাহী বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ঢাকা থেকে লাশ আনার পর আজ রোববার রাতে তাঁর নির্বাচনী এলাকায় এবং আগামীকাল সোমবার সকালে রাজশাহী মহানগর এলাকায় জানাজা হবে। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত