Ajker Patrika

শেষ মুহূর্তে স্থগিত তানোরের সরনজাই ইউপির ভোট

তানোর (রাজশাহী) প্রতিনিধি
শেষ মুহূর্তে স্থগিত তানোরের সরনজাই ইউপির ভোট

রাত পোহালেই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সব প্রস্তুতি শেষ। ভোটের আগের দিন আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপি নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতি. দা.) গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রার্থিতা নিয়ে আইনি জটিলতায় এই ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা মেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ছিলেন পাঁচ প্রার্থী। এর মধ্যে তিনজনই স্বতন্ত্র। এরা হলেন, আনারস প্রতীকে ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমান, চশমা প্রতীকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক এবং মোটরসাইকেল প্রতীকে আওয়ামী লীগ বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সরকার। হাতপাখা প্রতীকে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সাফিউল ইসলামও ছিলেন নির্বাচনে। 

আর ঋণ খেলাপি থাকায় উপজেলা নির্বাচন অফিসে প্রার্থিতা বাতিল হয়ে যায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেকের। উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পান তিনি। কিন্তু পরে আওয়ামী লীগ বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সরকার বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনলে আপিল বিভাগের চেম্বার জজের আদালতের নির্দেশ আটকে যায়। 

এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ২৩ জন প্রার্থী ছিলেন। ইউনিয়নে মোট ভোটার ৮ হাজার ১২১ জন। এর মধ্যে ৩ হাজার ৯৫৮ জন পুরুষ এবং ৪ হাজার ১৬৩ জন মহিলা। ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা ছিল। 

তবে পূর্ব নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোটগ্রহণ হচ্ছে তানোরের অন্য ৬ ইউনিয়নে। সব মিলিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ২৫ জন প্রার্থী। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮ জন এবং সাধারণ সদস্য পদে ২১৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। 

এসব ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৬ হাজার ৮৭৯ জন। ভোটগ্রহণ হবে ৫৯টি কেন্দ্রে। এর মধ্যে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিরাপত্তা প্রস্তুতিও নিয়েছে স্থানীয় প্রশাসন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত