Ajker Patrika

নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৭: ১২
নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার 

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ২০ ঘণ্টা পর হিরণ আলী (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ রোববার ভোরে মরদেহ উদ্ধার করা হয়। হিরণ আলী উপজেলার ধানাইদহ গ্রামের বিদ্যুৎ প্রামাণিকের ছেলে। উদ্ধারের সময় তাঁর গলায় রশি ও গামছা প্যাঁচানো ছিল। 

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হন হিরণ আলী। পরে তিনি আর বাড়িতে না ফিরলে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোনো সন্ধান পাননি। প্রায় ২০ ঘণ্টা পর স্থানীয় একজন খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পশ্চিমে তিরাইল বিলের ভেতরে রাস্তার ওপর তাঁর মরদেহ দেখতে পান। এ সময় তাঁর গলায় রশি ও গামছা প্যাঁচানো ছিল। পরে গ্রামের অন্য লোকজন সেখানে এসে পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে থানার পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে যায়। তারা মরদেহের সুরতহাল তৈরি করে। তখন পর্যন্ত মরদেহের পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে পরিচয় জানা যায়। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। নিহতের স্ত্রী অন্তঃসত্ত্বা। তাই নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। 

ওসি আরও বলেন, ওই যুবকের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় দুটি চুরির মামলা রয়েছে। কী কারণে এবং কে বা কারা তাঁকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। শিগগিরই হত্যাকাণ্ডের রহস্য জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত