Ajker Patrika

রাবিতে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনে লড়বেন ৪৫ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
আপডেট : ০৩ মে ২০২৩, ১৭: ৪৯
রাবিতে ভর্তি পরীক্ষায় এবার প্রতি আসনে লড়বেন ৪৫ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে আসন রয়েছে ৩ হাজার ৯৩০টি। এসব আসনের বিপরীতে কোটাসহ আবেদন করেছেন ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৫ জন শিক্ষার্থী।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা। গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়।

আইসিটি সেন্টার সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় কোটা ছাড়া ‘এ’ (মানবিক), ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার করে মোট ২ লাখ ১৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। তবে শেষ পর্যন্ত কোটাসহ ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। চার ধাপের চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষে মোট জমা পড়েছে ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি আবেদন। ফলে এবারের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৫ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

আইসিসি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, গতকাল দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে চতুর্থ ধাপের চূড়ান্ত আবেদনের সময়সীমা শেষ হয়েছে। কোটাসহ নির্ধারিত সময়ের মধ্যে তিনটি ইউনিটে চূড়ান্ত আবেদন করেছেন মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং ‘সি’ ইউনিটে ৭৫ হাজার ৮৫০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে।

এই খাদেমুল ইসলাম আরও বলেন, ‘কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে সেটি আমরা এখনো নির্ধারণ করিনি। সিট প্ল্যান তৈরির কাজ চলছে। এটি সম্পূর্ণ হলেই অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ জানানো হবে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ২৯ মে ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ৩০ মে ‘এ’ ইউনিট (মানবিক) এবং ৩১ মে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চার শিফটে অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত