নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে একই প্রশ্ন করা হয়েছে। দুটি পরীক্ষাতেই পরীক্ষার্থীদের লিখতে বলা হয়েছে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গত ৩ মে ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল রোববার অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রথমপত্রে ৭ নম্বর প্রশ্নে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। দ্বিতীয়পত্রের ১২ নম্বরেও আসে একই প্রশ্ন।
শিক্ষার্থীরা জানায়, প্রথমপত্রে এই প্রশ্নের জন্য ছিল ১৪ নম্বর। আর দ্বিতীয়পত্রে ছিল ১৫ নম্বর। প্রথমপত্রে এই প্রশ্ন থাকায় শিক্ষার্থীরা দ্বিতীয়পত্রের জন্য এই প্রশ্নের জন্য কোনো প্রস্তুতি নেয়নি। অথচ এই প্রশ্নই এসেছে। এই প্রশ্নের বিকল্প লেখার মতোও কোনো সুযোগ ছিল না।
এই প্রশ্ন দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ফারহানা আফরোজ নামের এক নারী ফেসবুকে লেখেন, ‘লেখাপড়ার মান কতটা ভয়াবহ! লেখাপড়া এখন তামাশাভরা! এসএসসি ২০২৩ রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রে প্যারাগ্রাফ ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’। দুটি পরীক্ষায় একই প্যারাগ্রাফ ভাবা যায়! যারা প্রশ্ন তৈরি করেছেন তাদের কী বলা যায়? এমন লেখাপড়ার কী দরকার?’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, ‘প্রশ্ন প্রণয়নের সময় অন্তত পাঁচটি জায়গায় এটি দেখা হয়। কোনো জায়গায় এত বড় ভুল ধরা পড়ল না? এটা কোনো কথা হলো নাকি? এটা নিছকই ভুল নয়, শিক্ষার্থীদের সঙ্গে অপরাধ করা হয়েছে। যথাযথ তদন্ত করে এর বিচার হওয়া উচিত। তা না হলে এ রকম ঘটতেই থাকবে।’
জানতে চাইলে রাজশাহী শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘শুধু রাজশাহী বোর্ডের প্রশ্নেই এই ভুল হয়েছে। আমাদের বোর্ডের পরীক্ষার্থীরা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। কিন্তু প্রশ্ন আমরা করিনি। অন্য কোনো বোর্ড এই প্রশ্ন করেছে। এর সঙ্গে আন্তশিক্ষা বোর্ডও জড়িত থাকতে পারে। আমি আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। এখন তিনি কী ব্যবস্থা নেবেন বা নিচ্ছেন সেটা পরে জানাতে পারব।’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রে একই প্রশ্ন করা হয়েছে। দুটি পরীক্ষাতেই পরীক্ষার্থীদের লিখতে বলা হয়েছে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গত ৩ মে ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর গতকাল রোববার অনুষ্ঠিত হয় ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা। প্রথমপত্রে ৭ নম্বর প্রশ্নে ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’ নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলা হয়। দ্বিতীয়পত্রের ১২ নম্বরেও আসে একই প্রশ্ন।
শিক্ষার্থীরা জানায়, প্রথমপত্রে এই প্রশ্নের জন্য ছিল ১৪ নম্বর। আর দ্বিতীয়পত্রে ছিল ১৫ নম্বর। প্রথমপত্রে এই প্রশ্ন থাকায় শিক্ষার্থীরা দ্বিতীয়পত্রের জন্য এই প্রশ্নের জন্য কোনো প্রস্তুতি নেয়নি। অথচ এই প্রশ্নই এসেছে। এই প্রশ্নের বিকল্প লেখার মতোও কোনো সুযোগ ছিল না।
এই প্রশ্ন দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ফারহানা আফরোজ নামের এক নারী ফেসবুকে লেখেন, ‘লেখাপড়ার মান কতটা ভয়াবহ! লেখাপড়া এখন তামাশাভরা! এসএসসি ২০২৩ রাজশাহী বোর্ডের ইংরেজি প্রথমপত্র ও ইংরেজি দ্বিতীয়পত্রে প্যারাগ্রাফ ‘আওয়ার ন্যাশনাল ফ্লাগ’। দুটি পরীক্ষায় একই প্যারাগ্রাফ ভাবা যায়! যারা প্রশ্ন তৈরি করেছেন তাদের কী বলা যায়? এমন লেখাপড়ার কী দরকার?’
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তানবিরুল আলম বলেন, ‘প্রশ্ন প্রণয়নের সময় অন্তত পাঁচটি জায়গায় এটি দেখা হয়। কোনো জায়গায় এত বড় ভুল ধরা পড়ল না? এটা কোনো কথা হলো নাকি? এটা নিছকই ভুল নয়, শিক্ষার্থীদের সঙ্গে অপরাধ করা হয়েছে। যথাযথ তদন্ত করে এর বিচার হওয়া উচিত। তা না হলে এ রকম ঘটতেই থাকবে।’
জানতে চাইলে রাজশাহী শিক্ষা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, ‘শুধু রাজশাহী বোর্ডের প্রশ্নেই এই ভুল হয়েছে। আমাদের বোর্ডের পরীক্ষার্থীরা এই প্রশ্নে পরীক্ষা দিয়েছে। কিন্তু প্রশ্ন আমরা করিনি। অন্য কোনো বোর্ড এই প্রশ্ন করেছে। এর সঙ্গে আন্তশিক্ষা বোর্ডও জড়িত থাকতে পারে। আমি আন্তশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। এখন তিনি কী ব্যবস্থা নেবেন বা নিচ্ছেন সেটা পরে জানাতে পারব।’
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চার যুবক একটি মোটরসাইকেলে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা বাজার এলাকার সেতুর ওপর পণ্যবাহী একটি ট্রাককে পাশ কাটিয়ে (ওভারটেক) সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেলটি। পাশে থাকা চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই কৌশিক...
২ ঘণ্টা আগেনান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১২ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১২ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১৩ ঘণ্টা আগে