সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে মনোতোষ (৩২) নামের এক যুবককে হত্যার পর স্বজনদের কাছে মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তা ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুজন কুমার সরকার, রুবেল, শিপন, ইউসুফ আলী, লিটন মণ্ডল ও রায়হান সরদার।
দণ্ডপ্রাপ্ত রায়হান সরদারকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে সুজন কুমার সরকার পলাতক রয়েছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি রায়হান সরদার ও শিপন হত্যার শিকার মনোতোষের বাবার ‘স’ মিলে কাজ করতেন। তখন মনোতোষের বাবার কাছ থেকে ২২ হাজার টাকা ঋণ নেন রায়হান। কিছুদিন পর সেই ‘স’ মিল বন্ধ হয়ে গেলে রায়হান অন্যত্র কাজ নেন। পরে মনোতোষের বাবা পাওনা টাকার জন্য চাপ দিলে রায়হান ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।
সে অনুযায়ী ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর শিপনের বাড়িতে পিকনিকের আয়োজন করে মনোতোষকে দাওয়াত করেন রায়হান। মনোতোষ রাত ৮টার দিকে সুজনের বাড়িতে পিকনিক খেতে যান।
মামলার অভিযোগপত্রে আরও বলা হয়, পিকনিক শেষে আসামিরা মনোতোষকে বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ী হুরা সাগর নদীর উত্তর পাশের ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানে তারা মদ ও গাঁজা খায় এবং মনোতোষকে মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়।
মদ পানের একপর্যায়ে মনোতোষ নিস্তেজ হয়ে পড়েন। এ সময় তাঁরা মনোতোষকে শ্বাসরোধে হত্যা করে কচুরিপানা দিয়ে লাশ ঢেকে রাখেন। পরে তারা মনোতোষের স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অচিন্ত্য কুমার সরকার বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন।
সিরাজগঞ্জের বেলকুচিতে মনোতোষ (৩২) নামের এক যুবককে হত্যার পর স্বজনদের কাছে মুক্তিপণ দাবির ঘটনায় করা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তা ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুজন কুমার সরকার, রুবেল, শিপন, ইউসুফ আলী, লিটন মণ্ডল ও রায়হান সরদার।
দণ্ডপ্রাপ্ত রায়হান সরদারকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে সুজন কুমার সরকার পলাতক রয়েছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি রায়হান সরদার ও শিপন হত্যার শিকার মনোতোষের বাবার ‘স’ মিলে কাজ করতেন। তখন মনোতোষের বাবার কাছ থেকে ২২ হাজার টাকা ঋণ নেন রায়হান। কিছুদিন পর সেই ‘স’ মিল বন্ধ হয়ে গেলে রায়হান অন্যত্র কাজ নেন। পরে মনোতোষের বাবা পাওনা টাকার জন্য চাপ দিলে রায়হান ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন।
সে অনুযায়ী ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর শিপনের বাড়িতে পিকনিকের আয়োজন করে মনোতোষকে দাওয়াত করেন রায়হান। মনোতোষ রাত ৮টার দিকে সুজনের বাড়িতে পিকনিক খেতে যান।
মামলার অভিযোগপত্রে আরও বলা হয়, পিকনিক শেষে আসামিরা মনোতোষকে বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ী হুরা সাগর নদীর উত্তর পাশের ইউক্যালিপটাস বাগানে নিয়ে যায়। সেখানে তারা মদ ও গাঁজা খায় এবং মনোতোষকে মদের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়া হয়।
মদ পানের একপর্যায়ে মনোতোষ নিস্তেজ হয়ে পড়েন। এ সময় তাঁরা মনোতোষকে শ্বাসরোধে হত্যা করে কচুরিপানা দিয়ে লাশ ঢেকে রাখেন। পরে তারা মনোতোষের স্বজনদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরদিন পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অচিন্ত্য কুমার সরকার বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
১৪ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
১৯ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৩৪ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে