নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় রাতের আঁধারে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাতে ৯টার পরে নওগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের তালপুকুর (ইয়াদ আলীর মোড়) এলাকায় হেলমেট ও মাস্ক পরা কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম কামাল আহমেদ (৫২)। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি।
নিহত কামাল হোসেন নওগাঁ শহরের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন অটোরিকশাটির পথ রোধ করে সামনে দাঁড়ায়। এরপর কামালকে অটোরিকশা থেকে নামিয়ে হেলমেট ও মাস্ক পরা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মামুন জানান, কামাল আহমেদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরে শরীরে অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে মরদেহটি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
নওগাঁয় রাতের আঁধারে বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাতে ৯টার পরে নওগাঁ পৌরসভার সাহাপুর গ্রামের তালপুকুর (ইয়াদ আলীর মোড়) এলাকায় হেলমেট ও মাস্ক পরা কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম কামাল আহমেদ (৫২)। তিনি নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এ ছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি।
নিহত কামাল হোসেন নওগাঁ শহরের রজাকপুর মহল্লার মৃত মমতাজ আহমেদের ছেলে।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, রাতে কামাল আহমেদ সান্তাহার রেলস্টেশন এলাকা থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে নওগাঁ পৌরসভার ইয়াদ আলীর মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন অটোরিকশাটির পথ রোধ করে সামনে দাঁড়ায়। এরপর কামালকে অটোরিকশা থেকে নামিয়ে হেলমেট ও মাস্ক পরা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর জখম কামাল আহমেদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মামুন জানান, কামাল আহমেদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরে শরীরে অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুতই দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। বর্তমানে মরদেহটি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
৬ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
২৬ মিনিট আগেখুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
১ ঘণ্টা আগে