Ajker Patrika

বগুড়ায় রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা 

বগুড়ায় বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাবর আলী (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ি বারুনীমেলা এলাকায় করতোয়া নদীর ব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নারুলী পুলিশ  ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাবর আলী পেশায় মুদি দোকানি ছিলেন। তিনি বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। 

নিহতের মেয়ে বিনা খাতুন বলেন, ‘আমার বাবার ধাওয়া পাড়া এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে  ১০-১৫ জন দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। তাদের বেশির ভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে।’

বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি পুলিশ মরদেহ নিয়ে গেছে।’

নারুলী পুলিশ ফাঁড়ির  উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যক্তিকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত